ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
উপজেলা, পৌরসভা, ইউপি চেয়ারম্যানদের পদত্যাগের আল্টিমেটাম
দিপংকর রায়,দিনাজপুর
প্রকাশ: Sunday, 18 August, 2024, 6:32 PM

উপজেলা, পৌরসভা, ইউপি চেয়ারম্যানদের পদত্যাগের আল্টিমেটাম

উপজেলা, পৌরসভা, ইউপি চেয়ারম্যানদের পদত্যাগের আল্টিমেটাম

দিনাজপুরের বিরল পৌর বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনসমূহের আয়োজনে বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভোট কারচুপির মাধ্যমে দায়িত্বে আসা সকল কাউন্সিলর, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম।


সকাল থেকে দুপুর পর্যন্ত বিরল কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে অবস্থান কর্মসূচি চলাকালে পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক  লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগ্মসাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরজামাল (সোনাহার), উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক চুন্নু, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক  মামুনুর রশীদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল প্রমূখ। অন্যান্যদের মধ্যে সমাজ সেবক আতিকুর রহমান মিঠু, শহিদুল ইসলাম শহীদ বক্তব্য রাখেন।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভোট কারচুপির মাধ্যমে দায়িত্বে আসা সকল কাউন্সিলর,  ইউপি সদস্য  ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন তারা । এরমধ্যে পদত্যাগ না করলে পরবর্তীতে কঠোর কর্মসুচী ঘোষনারও  হুশিয়ারী দিয়েছেন নেতৃবৃন্দগন। পরে বিরল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল করেন তারা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status