চন্দনাইশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শত লাশ ফেলে দেওয়ার হুমকি, অত:পর
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
|
চট্টগ্রামের চন্দনাইশে ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী ও ৩জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতীক বরাদ্দের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিকে হুমকি প্রদান করায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু কে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়ছে। চট্টগ্রাম অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রমানিক'র স্বাক্ষরিত নোটিশে হুমকি প্রদানের কথা উল্লেখ করে ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার কথা বলা হয়। নোটিশে উল্ল্যেখ করা হয়, গত ১৩ মে সোমবার দুপুর ১টার সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সম্মেলন কক্ষে ৩য় ধাপে ৬ষ্ঠ চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন ধার্য্য ছিলো। প্রতীক বরাদ্দ কার্যক্রমে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ সকল প্রার্থী/প্রতিনিধিদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনু প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন আহমেদ এর প্রতিনিধি কে শত মানুষের লাশ ফেলে দিবো মর্মে হুমকি প্রদান করেন। এছাড়াও নির্বাচনের সময় দেখে নেওয়া হবে মর্মেও হুমকি প্রদর্শন করেন বলে উল্লেখ করা হয়। যা নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনুর বিরুদ্ধে বিধিমালা মোতাবেক কেনো ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। গত ১৩ মে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন বভনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৪জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ) ৩ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু ঘোড়া, ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ মোটরসাইকেল, আরিফুল ইসলাম দোয়াত কলম এবং আহম্মদ হোসেন আনারস প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা সোলাইমান ফারুকী বালব, অধ্যাপক একরামুল হোসেন তালা ও রুপম দেব উড়োজাহাজ প্রতীক পেয়েছেন। এই বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও আবু আহমদে জুনুর সাথে সংযোগ করা যায় নি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |