ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রচার-প্রচারণায় জমে উঠেছে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Tuesday, 14 May, 2024, 8:28 PM

প্রচার-প্রচারণায় জমে উঠেছে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন

প্রচার-প্রচারণায় জমে উঠেছে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন

দেশব্যাপী শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। তারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের নির্বাচন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই উৎসুক ভোটারদের মাঝে মাইকিং, গণসংযোগ, মতবিনিময় ও পথসভা সহ নানান পদ্ধতিতে প্রচার-প্রচারণা শুরু করেন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীরা।

পাথরঘাটার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও সিলেকশনের মাধ্যমে পাথরঘাটা উপজেলায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মনোনয়নপত্র দাখিল শেষে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে অপিল, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, গ্রাম ও শহরের অলি-গলিসহ বিভিন্ন স্থানে জমে উঠেছে উপজেলা নির্বাচনের আমেজ। আগামী ২৯ মে দিনব্যাপী চলবে ভোটগ্রহণ।

বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, মাঠে প্রার্থী যতই থাকুক না কেন আমরা যোগ্য প্রার্থীকে আামাদের মূল্যবান ভোট প্রদান করবো। তারা আরও বলেন, আমরা আশাকরি নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো।
এছাড়াও দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটার সহ সকলের মাঝে জমে উঠেছে উৎসুক আমেজ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির (কাপ পিরিচ)। সাবেক চেয়াম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন মোল্লা (আনারস)। সাবেক কালমেঘা ইউপি চেয়ারম্যান নুর আফরোজ হেপি (মোটরসাইকেল)। সাবেক কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মোঃ সহিদ (চিংড়ি মাছ)। বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান (ঘোড়া)। জেলা পরিষদের সদস্য মোঃ এনামুল হোসাইন (দোয়াত কলম)। হেমায়েত হোসেন ভুট্টো (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে, শওকত হাসান রমিম (মাইক)। সাবেক ভাইস চেয়ারম্যান জামাল হোসেন পঞ্চায়েত (উড়োজাহাজ)। রেজাউল করিম রাজা (তালা)। নাজেস আফরোজ নয়ন (টিউবওয়েল)। জাহিদ হাসান পঞ্চায়েত (বই) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন (কলস)। নাজমুন নাহার পাপড়ী (ফুটবল)। নিলু রানী (প্রজাপতি)। ফারজানা আক্তার মনি (হাঁস) প্রতীক পেয়েছেন।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হালদার জানান, আসন্ন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে মোট ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status