পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
একেএম বজলুর রহমান,পঞ্চগড়
|
পঞ্চগড়েও সারা দেশের ন্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।১৭ মার্চ রবিবার সকালে দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা শহরের সার্কিট হাউস চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলী অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। শ্রদ্ধান্জলী অর্পন করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা আসন পঞ্চগড় ৩০১ এর সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা পিপিএম, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা সারওয়ার হোসেন। পুষ্পস্থাবক অর্পন শেষে পঞ্চগড়ের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূইয়া মুক্তা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতিসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |