সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
মাসুদ রানা বাচ্চু,সিরাজগঞ্জ
|
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ই মার্চ ) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সূবর্ণ অংহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএমবার) (পিপিএম বার), সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী, ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ । বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.০৫ মিনিটের সময় সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জেলা প্রশাসক সিরাজগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ জান্নাত আরা হেনরী, জাতীয় সংসদ সদস্য,সিরাজগঞ্জ-৬৩ (সদর ও কামারখন্দ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আরিফুল ইসলাম মন্ডল, বিপিএম (বার)পিপিএম (বার) পুলিশ সুপার সিরাজগঞ্জ। এ সময়ে উপস্থিত ছিলেন, ডাক্তার রাম পদ রায়, সিভিল সার্জন, সিরাজগঞ্জ। অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। সেলিনা বেগম সপ্না,সভাপতি সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক আলী, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগসহ সিরাজগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অল্প পরিসরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |