পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৩
নতুন সময় ডেস্ক
|
পাকিস্তানের উত্তর-পশ্চিম পেশোয়ার শহরের একটি বাজারের কাছে রোববার (১০ মার্চ) সকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী শহর পেশোয়ারের একটি স্থানীয় বাজার ‘বোর্ড বাজার’ এলাকার কাছে নাগির বাগ রোগে রোববার ভোরে বিস্ফোরণটি ঘটে। এতে হতাহতের এই ঘটনা ঘটেছে। প্রদেশটির জনসংযোগ কর্মকর্তা বিলাল আহমেদ ফয়েজি বলেছেন, বোমা হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থালে পৌঁছায় এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরক একটি মোটরসাইকেলে লাগানো ছিল। পুলিশ আলামত সংগ্রহ করেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে রয়েছে এবং তদন্তের জন্য পুরো এলাকাটি ঘিরে রেখেছে। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |