নন্দীগ্রামে হিন্দু নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা
তুহিন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া)
|
বগুড়ার নন্দীগ্রামে সাবিত্রী রানী সরকার (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হিন্দু সম্প্রদায়ের ওই নারী দীর্ঘদিন শারীরিক নানা রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের প্রফুল্য সরকারের স্ত্রী। ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃদ্ধা সাবিত্রী রানী দীর্ঘদিন ধরে শারীরিক নানা রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সবার অজান্তে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুল নেওয়ার পথে মারা যান।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |