ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
নাগরপুরে ৫ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি টিটু
রিফাত, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: Friday, 29 September, 2023, 12:18 PM

নাগরপুরে ৫ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি টিটু

নাগরপুরে ৫ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি টিটু

টাঙ্গাইল নাগরপুরে প্রায় ৫ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া দুই ইউনিয়নে যাতায়াতের প্রধান ক্ষতবিক্ষত সড়কে অবশেষে সংস্কার কাজ শুরু হয়ে চলমান রয়েছে। এতে সরেজমিনে গিয়ে সংস্কার কাজ পরিদর্শন করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মোটরসাইকেল যোগে বহুল সমালোচিত এই নাগরপুর-বেকড়া-সলিমাবাদ সড়কের সংস্কার কাজ নিজে সরাসরি তদারকি করেন তিনি। এ সময় সংস্কার কাজ ঠিকমতো হচ্ছে কিনা, গাইড ওয়াল সঠিকভাবে নির্মিত হচ্ছে কিনা সহ যাবতীয় সকল কাজ পরিদর্শন করেছেন এবং দ্রুত সংস্কার কাজ শেষ করতে তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. দাউদুল ইসলাম দাউদ, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ সভাপতি আজিজুর রহমান, গয়হাটা ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, নাগরপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান তুহিন, যুবলীগ নেতা আলী আহম্মদ শিবলী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।

উল্লেখ্য, দীর্ঘ দিনের ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকা বেকড়া ও সলিমাবাদ ইউনিয়নে যাতায়াতের প্রধান এই সড়ক প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রায় ৫ কোটি ৭১ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতে দুই ইউনিয়নের প্রায় লক্ষাধিক জনসাধারণ দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল সমস্যার অবসান হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status