|
প্রায় ৯ঘণ্টা পর বাকৃবিতে রেললাইন অবরোধ প্রত্যাহার
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রায় ৯ঘণ্টা পর বাকৃবিতে রেললাইন অবরোধ প্রত্যাহার রবিবার(২৩নভেম্বর) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখেন আন্দোলনকারীরা। বিকেল ৩ টায় ট্রেনটি ছেড়ে দিয়ে আবারও রেললাইন অবরোধ করে অবস্থান করেন তারা। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহ আল হারুন জানান, রেললাইন অবরুদ্ধ থাকায় দুপুর ১টা ১৫ তে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে গফরগাঁও স্টেশনে এসে থেমে আছে। অপরদিকে ত্রিশালের ফাতেমা নগরে মহুয়া কমিউটার ট্রেন, আউলিয়া নগরে আগ্নিবীনা এক্সপ্রেস এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বলাকা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন স্থবির হয়ে আছে। অর্থাৎ স্থবির হয়ে আছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। দাবি নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। আন্দোলনকারীরা পরীক্ষার্থী মেহেরাজ রাকিব বলেন, 'জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আজকে এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। আমরা আপাতত আর কোনো কর্মসূচিতে যাচ্ছি না।' এর আগে শনিবার (২২ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রেল অবরোধের উদ্দেশ্যে রেললাইনে অবস্থান নেন। এর ফলে ময়মনসিংহের রুটের তিনটি ট্রেন সাড়ে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে।ফলে ময়মনসিংহের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। অবরুদ্ধ হওয়া তিনটি ট্রেন হলো ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জ গামী মোহনগঞ্জ এক্সপ্রেস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
