|
ঢাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’ উপাচার্য বলেন, ‘আমরা একটি তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবনগুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ৩০ তারিখ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।’ জকসু নির্বাচনের বিষয়ে উপাচার্য বলেন, ‘জকসু কার্যক্রম যেভাবে চলমান আছে এটা চলমান থাকবে যথারীতি অনুযায়ী। তার পরও আগামীকাল প্রার্থীদের নিয়ে তাদের মতামত জানার জন্য নির্বাচন কমিশন বসবে।’ এর আগে গতকাল শনিবার ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
