|
নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে: ড. মইন খান
নতুন সময় প্রতিবেদক
|
![]() নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে: ড. মইন খান শুক্রবার (২২ নভেম্বর) চাঁদপুর–১ (কচুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দীর্ঘ ১৬ বছর পর কচুয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। ড. মইন খান বলেন, “কচুয়ার বিশাল জনসমাবেশ প্রমাণ করে—আজ দেশের মানুষ নির্বাচনমুখী। স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে কচুয়ার জনতা তাদের প্রিয় নেতা মিলনকে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।” প্রধান বক্তা হিসেবে ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, “আজকের জনসমুদ্র প্রমাণ করেছে কচুয়ার মানুষ আমাকে ভালোবাসেন। কচুয়ার মাটি ও মানুষের কল্যাণে আমি জীবনের বড় অর্জনগুলো ত্যাগ করেছি। আগামীতেও সর্বস্ব দিয়ে কাজ করে যাব।” তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক, উন্নয়নশীল, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনায়েম মুন্না, মহিলা দলের সহসভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
