|
থাইরয়েডে যেসব খাবার এড়িয়ে চলবেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() থাইরয়েডে যেসব খাবার এড়িয়ে চলবেন থাইরয়েডে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খেতে হয়। থাইরয়েডের ওষুধ খাওয়ার সময়ে কিছু খাবার খাওয়া অনুচিত। খাবার আর ওষুধের রি-অ্যাকশনে মারাত্মক অসুখ হতে পারে। হেলথলাইনের তথ্যানুযায়ী, জেনে নিন কী কী খাবার এড়িয়ে চলবেন— সয়াবিন : বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে, সয়াবিন বা সয়াবিন জাতীয় খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ না-ও করতে পারে। তাই সয়াবিন, সয়ার দুধ, টফুর মতো খাবার না খাওয়াই ভালো। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার : ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থাইরয়েডের ওষুধের সঙ্গে বিক্রিয়া করে। কাজেই থাইরয়েডের ওষুধের সঙ্গে দুগ্ধজাত খাবার ও ব্রোকলি খাবেন না। কফি : একাধিক গবেষণায় দেখা গেছে, কফি থাইরয়েডের ওষুধের সঙ্গে বিক্রিয়া করে। আয়রন সমৃদ্ধ খাবার : থাইরয়েডের ওষুধের সঙ্গে আয়রন সাপ্লিমেন্ট ও আয়রন সমৃদ্ধ খাবার, যেমন রেড মিট এড়িয়ে চলুন। ফাইবার সমৃদ্ধ খাবার : গোটা শস্য, দানা শস্য, ডালের মতো খাবার থাইরয়েডের ওষুধ খেলে খাওয়া চলবে না। আঙুরের রস : আঙুরের রস থাইরয়েডের ওষুধের শোষণে বাধা দেয়। মিষ্টি : যেসব খাবারে চিনি বা বাড়তি মিষ্টি দেওয়া হয়েছে, তা ডায়েট থেকে বাদ দিন। চিনির পরিবর্তে গুড় বা মধু রান্নায় ব্যবহার করতে পারেন। শুধু তা-ই নয়, দুগ্ধজাত খাবার শরীরে হরমোনের তারতম্য আরো বাড়িয়ে দেয়। তাই দুধ, মাখন, চিজের মতো খাবার যত কম খাবেন, তত ভালো। এ ছাড়া রান্না করা গাজর, পাকা কলা, শুকনা ফল, মধু, ময়দার রুটি, সাদা ভাত, আলু, সাদা পোস্ত, মিষ্টি শরীরে কার্বহাইড্রেটের মাত্রা বাড়ায়। থায়রয়েড থাকলে এগুলোও কম খান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
