ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ গ্রামীণফোন ও বাংলালিংকের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 7:23 PM

রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ গ্রামীণফোন ও বাংলালিংকের

রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ গ্রামীণফোন ও বাংলালিংকের

রবি আজিয়াটা লিমিটেড ২০১৬ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার পর নির্ধারিত শর্ত মানছে না—এমন অভিযোগ তুলেছে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক। তাদের দাবি, একীভূত হওয়ার প্রায় নয় বছর পরও রবি এখনো এয়ারটেলকে একটি পৃথক ব্র্যান্ড হিসেবে চালাচ্ছে, যা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং হাইকোর্টের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।

বিটিআরসিকে পাঠানো পৃথক দুটি চিঠিতে গ্রামীণফোন ও বাংলালিংক উল্লেখ করেছে, একীভূতকরণের অনুমোদনের ২০ নম্বর শর্তে বলা ছিল—রবি শুধুমাত্র ‘রবি আজিয়াটা লিমিটেড’ নামেই সব ধরনের বিজ্ঞাপন, বিপণন ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সঙ্গে ২০১৬ সালের ৩১ আগস্ট হাইকোর্টের রায়েও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির নির্দেশনাগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের বাধ্যবাধকতা ছিল।

অভিযোগ অনুযায়ী, রবি এসব নির্দেশনা উপেক্ষা করে এখনো ‘এয়ারটেল’কে পৃথক সত্তা হিসেবে পরিচালনা করছে। বাজারে এয়ারটেল ব্র্যান্ডের সিম সহজলভ্য, অনেক দোকানে এয়ারটেলের সাইনবোর্ড ও বিশেষ বিক্রয়কেন্দ্র দেখা যাচ্ছে। পাশাপাশি এয়ারটেল নামে আলাদা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকসেবা ও বিভিন্ন প্যাকেজ প্রচার করা হচ্ছে। গ্রামীণফোনের দাবি, রবি এয়ারটেলের ডেটা অফার, রিচার্জ, রোমিং, আন্তর্জাতিক কলরেট ও ভিওএলটিই সেবা পর্যন্ত আলাদাভাবে প্রচার করছে, যা গ্রাহকদের বিভ্রান্ত করছে এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা ব্যাহত করছে।

বাংলালিংকও একই অভিযোগ তুলেছে। তাদের দাবি, রবি এখনো ‘০১৬’ সিরিজের সিম সক্রিয়ভাবে বিক্রি করছে এবং এয়ারটেলের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, অথচ বিটিআরসির অনুমোদন বা মেয়াদবৃদ্ধির কোনো প্রমাণ নেই।

অপারেটর দুটির অভিযোগ এখন বিটিআরসির কাছে বিবেচনাধীন। নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেবে—সেটিই এখন দেখার বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিষয়টি মূলত নিয়ম মেনে চলার। 'যখন নিয়ন্ত্রক সংস্থা, এমনকি হাইকোর্ট স্পষ্টভাবে শর্ত ঠিক করে দিয়েছেন, তখন কোনো অপারেটরেরই আইনের বাইরে গিয়ে কাজ করা উচিত নয়। আমরা আশা করি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিটিআরসি পদক্ষেপ নেবে।

ওই কর্মকর্তা বলেন, হাইকোর্ট-অনুমোদিত একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এয়ারটেলের সমস্ত ট্রেডমার্ক, লোগো ও মেধাস্বত্ব রবির কাছে হস্তান্তরিত হয়েছে। তিনি আরও যোগ করেন, একটি কোম্পানির অধীনে একাধিক ব্র্যান্ড ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত। স্কিটোর মাধ্যমে গ্রামীণফোনসহ বিশ্বের অনেক টেলিযোগাযোগ অপারেটর একই রীতি অনুসরণ করে।

এসব অভিযোগ এর ব্যাপারে রবির সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোন জবাব পাওয়া যায়নি।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status