ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
সাতক্ষীরায় স্বর্ণ ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 5 November, 2025, 9:23 PM

সাতক্ষীরায় স্বর্ণ ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় স্বর্ণ ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সাথে বুধবার ১২ ঘটিকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার বলেন, স্বর্ণ ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাত। এই খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা আন্তরিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও আস্থা গড়ে উঠলে যেকোনো অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে। 

তিনি আরও বলেন, জেলার স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এজন্য প্রতিটি দোকানে আধুনিক প্রযুক্তিনির্ভর সিসি ক্যামেরা স্থাপন, কর্মচারীদের যাচাই-বাছাই, চোরাই ও জাল স্বর্ণ শনাক্তকরণ, ছিনতাই ও প্রতারণা প্রতিরোধ, এবং সন্দেহজনক লেনদেন বিষয়ে সতর্কতা—এসব বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, ডিআইও-১ (ডিএসবি) মোঃ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মোঃ নিজাম উদ্দিন মোল্লা, অফিসার ইনচার্জ সাতক্ষীরা থানা মোঃ শামিনুল হক, এবং জেলার স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status