|
আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঝুনু গ্রুপের নেতাকর্মীরা হাতে বাঁশের লাঠি নিয়ে হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির নবগঠিত পকেট কমিটিতে” দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগঘনিষ্ঠ ও বিত্তশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঝুনু গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন,যারা বছরের পর বছর দমন-পীড়ন, হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তাদের উপেক্ষা করে আওয়ামী লীগপন্থী ও বিত্তশালী ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এটি তৃণমূল নেতাদের প্রতি চরম অবমাননা। আমরা এই অবৈধ কমিটি কোনোভাবেই মেনে নেব না। তারা আরও বলেন,এই অবিচার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে থেকে গণআন্দোলন চালিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান, সদ্য পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ, যুবদল নেতা ইমরুল হাসান, ছাত্রনেতা আবু সালেহ মুশা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অন্যদিকে, একই সময়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম (নাসির) গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন,বিগত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান-এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া জননেতা আরিফুর রহমান (দোলন)-কে শরিক দল থেকে মনোনয়ন দেওয়ার খবরে আমরা ক্ষুব্ধ। এই অবিচারের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরু জামাল খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসানসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
