ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
যার হাতে ধানের শীষ, তার হয়েই কাজ করবো বাউফলে বিএনপি নেতা লেলিনের ঐক্যের আহ্বান
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Wednesday, 5 November, 2025, 9:32 PM

যার হাতে ধানের শীষ, তার হয়েই কাজ করবো বাউফলে বিএনপি নেতা লেলিনের ঐক্যের আহ্বান

যার হাতে ধানের শীষ, তার হয়েই কাজ করবো বাউফলে বিএনপি নেতা লেলিনের ঐক্যের আহ্বান

সারাদেশে বিএনপির অধিকাংশ আসনে মনোনয়ন ঘোষণা হলেও পটুয়াখালী-২ (বাউফল) আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। ফলে মনোনয়ন প্রত্যাশী তিন নেতা ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, মুনির হোসেন ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকদের মধ্যে কিছুটা নিরবতা দেখা দিয়েছে।

গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড সারা দেশের ২৩৭টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করে। কিন্তু তালিকা থেকে বাদ পড়ে বাউফল আসন। এ খবর ছড়িয়ে পড়ার পর দিনভর বাউফল পৌর শহরে মনোনয়ন প্রত্যাশী মুনির হোসেন ও ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের কর্মীরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণে অংশ নেন।

এ পরিস্থিতিতে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কালাইয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন।

বক্তৃতায় লেলিন বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই জীবন বাজি রেখে কাজ করবো।তিনি আরও বলেন,বিএনপি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। একে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে, হামলা-মামলায় নেতাকর্মীদের পঙ্গু করা হয়েছে, তবুও এ দল আরও শক্তি নিয়ে ফিরে এসেছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ও পেশাজীবী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বীপন। তিনি বলেন,বিএনপির প্রতিটি কর্মীই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য অর্জনে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

সভায় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, কালাইয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল বশার সিকদার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ, যুবদল নেতা আলী আজগর সুজন এবং বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইশতিয়া রসুল শোয়েবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

সভা শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সৈয়দ আহমেদ মিয়া ও অন্যান্য প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে প্রজেক্টরের মাধ্যমে বিএনপির ইতিহাস, ঐতিহ্য, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা ও গণতান্ত্রিক সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়, যা তরুণ প্রজন্মের নেতা-কর্মীদের উজ্জীবিত করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status