|
ভূরুঙ্গামারীতে যুব ক্যাম্পেইন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে যুব ক্যাম্পেইন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’ কুড়িগ্রামের সহযোগিতায় ৪ নং জয়মনিহাট আয়োজনে বুধবার (৫ নভেম্বর) দুপুরে নলেয়া ব্যাপারীপাড়া পাড়া গ্রাম সমিতি ঘরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন পরিচালনা করেন জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান এবং অ:দা: জীবিকায়ন) জান্নাতুল ফেরদৌস। এ সময় তিনি বলেন, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে যুবদের কর্মসংস্হানের ব্যবস্হা করার জন্য এসডিএফ এর আরইএলআই প্রকল্প নিয়মিত কাজ করে যাচ্ছে। আত্ম কর্মসংস্হানের সাথে যুক্ত যুবরা যারা উদ্যোক্তা, তাদেরকে আরই ঋন প্রদান করা হচ্ছে ৪% ইন্টারেস্টে। মজুরি ভিত্তিক কর্মসংস্হানের ক্ষেত্রে প্রশিক্ষনপ্রাপ্ত যুবদের বিভিন্ন কোম্পানি তে চাকরির ব্যবস্হা করে দেয়ার পাশাপাশি ৫ হাজার টাকা প্রদান করা হয় প্রথম মাসের ব্যয়ভার বহন করার জন্য। তিনি আরও বলেন, যুবদের কে আত্মনির্ভরশীল করে তোলার জন্য এসডিএফ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যাতে করে বেকারত্ব দূর হয়, যুবরা স্বাবলম্বী হয়ে পরিবারে সাপোর্ট দিতে পারে, দক্ষ জনশক্তিতে নিজেকে রুপান্তরিত করতে পারে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, ক্লাস্টার ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান, জয়মনিহাট ক্লাস্টারের ডাটা এন্ট্রি অপারেটর প্রশান্ত রায়। কর্মশালায় গ্রাম সমিতি থেকে আগত অর্ধ শতাধিক বেকার যুব সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
