ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
ভূরুঙ্গামারীতে যুব ক্যাম্পেইন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 November, 2025, 9:25 PM

ভূরুঙ্গামারীতে যুব ক্যাম্পেইন

ভূরুঙ্গামারীতে যুব ক্যাম্পেইন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’ কুড়িগ্রামের সহযোগিতায় ৪ নং জয়মনিহাট আয়োজনে   বুধবার (৫ নভেম্বর) দুপুরে নলেয়া ব্যাপারীপাড়া পাড়া গ্রাম সমিতি ঘরে  এ ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন পরিচালনা করেন জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান এবং অ:দা: জীবিকায়ন) জান্নাতুল ফেরদৌস। 

এ সময় তিনি বলেন, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের মাধ্যমে  দক্ষতা উন্নয়ন করে যুবদের কর্মসংস্হানের ব্যবস্হা  করার জন্য  এসডিএফ এর আরইএলআই প্রকল্প নিয়মিত কাজ করে যাচ্ছে।  আত্ম কর্মসংস্হানের সাথে যুক্ত যুবরা যারা উদ্যোক্তা, তাদেরকে আরই ঋন প্রদান করা হচ্ছে ৪% ইন্টারেস্টে। মজুরি ভিত্তিক কর্মসংস্হানের ক্ষেত্রে প্রশিক্ষনপ্রাপ্ত যুবদের বিভিন্ন কোম্পানি তে  চাকরির ব্যবস্হা করে দেয়ার পাশাপাশি ৫ হাজার টাকা প্রদান করা হয় প্রথম মাসের ব্যয়ভার বহন করার জন্য। 

তিনি আরও বলেন, যুবদের কে আত্মনির্ভরশীল করে তোলার জন্য এসডিএফ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যাতে করে বেকারত্ব দূর হয়, যুবরা স্বাবলম্বী হয়ে পরিবারে সাপোর্ট দিতে পারে, দক্ষ জনশক্তিতে নিজেকে রুপান্তরিত করতে পারে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, ক্লাস্টার ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান, জয়মনিহাট ক্লাস্টারের ডাটা এন্ট্রি অপারেটর প্রশান্ত রায়। কর্মশালায় গ্রাম সমিতি থেকে আগত অর্ধ শতাধিক বেকার যুব সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status