ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
‘মডার্ন ডে প্রিন্সেস ডায়ানা’, মামদানির ‘জান’ সিরীয়-মার্কিন শিল্পী রামা দুওয়াজিকে চেনেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 November, 2025, 7:11 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 5 November, 2025, 7:54 PM

‘মডার্ন ডে প্রিন্সেস ডায়ানা’, মামদানির ‘জান’ সিরীয়-মার্কিন শিল্পী রামা দুওয়াজিকে চেনেন?

‘মডার্ন ডে প্রিন্সেস ডায়ানা’, মামদানির ‘জান’ সিরীয়-মার্কিন শিল্পী রামা দুওয়াজিকে চেনেন?

‘ও আমার জীবন, আমার আকাশ’। আরবি বিশেষণে এ ভাবেই নিজের জীবনসঙ্গী ও নিউ ইয়র্কের ফাস্ট লেডির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মেয়র জ়োহরান মামদানি। সঙ্গে সঙ্গে তাঁর আওয়াজ ছাপিয়ে গোটা হল ফেটে পড়ল হাততালিতে।

বুধবার সূর্যোদয়ের আগেই নিউ ইয়র্ক সিটিতে তৈরি হলো ইতিহাস। নিউ ইয়র্ক শহরের মহানাগরিক-এর চেয়ারে প্রথম বারের জন্য বসলেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম জো়হরান মামদানি। বিজয় ভাষণের পর মঞ্চে পাশে ডেকে নিলেন তাঁর জীবনের আলো রামা দুওয়াজিকে।

২৮ বছরের সিরীয়-মার্কিন সুন্দরী রামা দুওয়াজি শুধুই মামদানির স্ত্রী নন, ইলাস্ট্রেটর শিল্পী হিসেবে স্বনামধন্য। বন্ধু ও পরিচিত মহলে তাঁর নাম ‘মডার্ন ডে প্রিন্সেস ডায়ানা’।

কে রামা দুওয়াজি?

সিরীয় বংশোদ্ভূত রামা দুওয়াজির জন্ম হিউস্টনে। নয় বছর বয়স থেকে তাঁর ঠিকানা ছিল দুবাই। নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন আর্টসে স্নাতক হন তিনি। মাত্র চার বছর আগে নিউ ইয়র্কে আসেন রামা। শুরুতে ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবে নিউইয়র্কে কাজ শুরু করেন। বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন রামা। প্যালেস্তাইনপন্থী আর্টওয়ার্কের জন্য বিশেষ ভাবে জনপ্রিয় জ়োহরান মামদানির স্ত্রী। তাঁর কলমের আঁচড়ে বার বার ধরা পড়েছে গাজ়া, সুদান এবং লেবাননের জীবনের প্রকৃত ছবি।

সম্প্রতি তাঁর আর্ট ওয়ার্ক একটি প্রতিবেদনে ব্যবহার করেছিল নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনের বিষয় ছিল গাজ়া ছেড়ে পালানোর সময় প্যালেস্টাইনের বাসিন্দারা কী কী নিয়ে পালাচ্ছেন। এমনকী ভোগ পত্রিকাতেও ব্যবহার হয় রামার ইলাস্ট্রেশন। সোশ্যাল মিডিয়ায় ২ লাখ ২৪ হাজার ফলোয়ার রয়েছে তাঁর।

জ়োহরান মামদানির ভোট প্রচারেও তাঁর স্ত্রীয়ের অবদান কম নয়। গত ছ’মাস প্রচারের আড়ালে থেকে নিঃশব্দে কাজ করে গিয়েছেন তিনি। মামদানির ক্যাম্পেন লোগোও তাঁরই তৈরি। সচেতন ভাবে অপ্রয়োজনীয় আলোচনা এড়াতে প্রচারের বাইরে থেকেছেন এই সিরীয়-মার্কিন শিল্পী।

এ দিন মঞ্চে স্ত্রীয়ের প্রশংসায় জ়োহরান মামদানি বলেন, ‘ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। শুধু এই মুহূর্ত কেন, জীবনের প্রতি মুহূর্তেই আমি ওঁকে পাশে চাই। কিন্তু শুধু আমার স্ত্রী নয়, একজন দারুণ প্রতিভাবান শিল্পীও। রামা নিজের কাজের জন্য যথেষ্ট জনপ্রিয়।’ মামদানির সমর্থকদের দাবি, তাঁর প্রচারের মূল ভাবনা ২৮ বছরের সিরীয় সুন্দরী রামার। তাই এই জয়ে তাঁর কৃতিত্ব সত্যিই কোন অংশে লঘু নয়।

কী ভাবে হলো রামা আর জ়োহরানের পরিচয়?

রামার মতোই প্যালেস্টাইনের অধিকার নিয়ে সরব জ়োহরানও। প্যালেস্টাইনের সমর্থনে কথা বলে ট্রাম্পের চক্ষুশূলও হন তিনি। ২০২১ সালে সমমনস্ক রামা দুওয়াজির সঙ্গে মামদানির পথ বেঁধে দিয়েছিল একটি ডেটিং অ্যাপের বন্ধনহীন গ্রন্থি। চলতি হাওয়ার পন্থী দুই দৃঢ় ব্যক্তিত্বের মানুষের পরিচয় প্রেমে গড়াতে বেশিদিন সময় লাগেনি। চলতি বছর ফেব্রুয়ারিতে ম্যানহাটন ম্যারেজ ব্যুরোতে কাগুজে বিয়ে সারার পর জুলাইতে মামদানির জন্মভূমি উগান্ডায় বসে দু’জনের বর্ণাঢ্য বিয়ের আসর।

নিউ ইয়র্কের ফাস্ট লেডি রামা ফ্যাশনিস্তা হিসেবেও যথেষ্ট জনপ্রিয়। অভিনব স্টাইলিংয়ের জন্য পরিচিতরা তাঁকে ‘মডার্ন ডে প্রিন্সেস ডায়ানা’ বলে ডাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status