| 
			
							
			
			 কুড়িগ্রাম -১ আসনে সাইফুর রহমান রানাকে এমপি হিসেবে দেখতে চায় এলাকার মানুষ 
			
			আহম্মেদুল কবির, কুড়িগ্রাম 
			
			
			 | 
		
			
			![]() কুড়িগ্রাম -১ আসনে সাইফুর রহমান রানাকে এমপি হিসেবে দেখতে চায় এলাকার মানুষ ভোটারদের মুখে এখন একটাই কথা, যাকে কাছে পাই, পাশে পাই এমপি হিসেবে তাকেই দেখতে চাই। একজন রাজনৈতিক নেতার আচরণ ও বৈশিষ্ট্যে কথা বলতে গিয়ে তারা জানান, সাইফুর রহমান রানা অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারি, সাংগঠনিক দক্ষতা সম্পন্ন, শিক্ষিত ও বহুগুনে গুনাম্বিত একজন ভালো মানুষ। তার দান ও দয়া-মায়ার কথা বলতে গিয়ে তারা এও জানান, সাইফুর রহমান রানার মতে একজন দানশীল মানুষ এখন পাওয়াই যায় না। তিনি তার নিজ নির্বাচনী এলাকায় বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়া সংগঠনের পৃষ্ঠপোষক। এলাকার মানুষ কোন বিপদে পড়লে শেষ ভরসাস্থল তাঁর কাছেই যায়, নির্বাচন এলে অনেক উড়ো বাওয়াই হয়ে এসে জনসেবার হাজার প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়। ভোটারদের এককথা কোন লাভ নাই, সাইফুর রহমান রানা পরিক্ষিত। বিএনপি এবার সাইফুর রহমানকে মনোনয়ন দিলে তাঁর নিশ্চিত বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে তারা মনে করেন। সাইফুর রহমান রানা বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির একজন অন্যতম সদস্য। ১৯৮০- সালে ছাত্রদলের রাজনীতিতে পদার্পণ করেন। ১৯৮২-সালে ছাত্রদলের সভাপতি এবং একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করে ফজলুল হক হল ছাত্র সংসদে ছাত্রদলের প্যানেলে সহঃ ক্রিড়া সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২- সালে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের মনোনীত সভাপতি হন। ১৯৯৬- সালে কুড়িগ্রাম -১ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনিত হন পরে ২০০৩- সালে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, ২০০৩- সালে সাধারণ সম্পাদক, ২০০৮- সালে যুগ্ম আহ্বায়ক, ২০০৯- সালে পূনঃরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনিত হন। বিএনপির রাজনীতিতে সাইফুর রহমান রানার বনাঢ়্য রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় সাফল্য তার এক ডাকে এখনো হাজার হাজার মানুষ জড়ো হয়। ৩৬ জুলাই হাসিনা পালানোর পর কুড়িগ্রাম শহরের বিজয় উৎসবে সাইফুর রহমান রানার ডাকে কুড়িগ্রাম শহরে যে বিজয় মিছিল হয়েছে, সেটা দেখে শহরের মানুষ থমকে গিয়েছিলো। যার পরিধি ছিলো ভূরুঙ্গামারী উপজেলা থেকে কুড়িগ্রাম শহর প্রায় ৩০ কিলোমিটার।   সাইফুর রহমান রানা আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক জিয়ার রাষ্ট্র সাংস্কার ৩১- দফার কর্মসূচি নিয়ে তার নিজ নির্বাচনী এলাকা কুড়িগ্রাম -১ এ গণসংযোগ করছেন। তিনি যেখানেই যাচ্ছেন গণজোয়ারে পরিণত হচ্ছে সেই সমস্ত এলাকা। আজ ০৩ নভেম্বর সোমবার দৈনিক নতুন সময়- এর সাথে এক সাক্ষাৎকারে সাইফুর রহমান বলেন, প্রতিটি রাজনৈতিক দলে কিছু মিনমিনে শয়তান থাকে আর কিছু বদমায়েশ আছে ওদের ঢাল- তলোয়ার কিছু না থাকলেও যুদ্ধাংদেহী মনোভাব দলকে বিপথে পরিচালিত করছে, দলকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। সময় আসলে সব ঠিক হয়ে যাবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এখন দল থেকে মনোনয়ন পাওয়ার যুদ্ধ চলছে। বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল, আশা করছি নির্বাচনী মাঠ যাচাই করে মনোনয়ন দেয়া হলে দল তাকেই মনোনয়ন দিবে। তিনি মনোনয়ন পাবেন শতভাগ আশাবাদী বলে মনে করেন। সাইফুর রহমান রানা একজন ভালো মানুষ, সেটা প্রমাণ দিতে গিয়ে তার নির্বাচনী এলাকা রায়গঞ্জ বাজারের ব্যবসায়ী বারেক মিয়া, নারায়পুরের হাছেন আলী,ভিতরবন্দের আজগার মিয়া, সন্তোষপুরের কাশেম আলীসহ অনেকে বলেন, ইসলামি দৃষ্টিতে তাঁকেই ভালো মানুষ বলা হয়, যার কাছে মানুষ  বিপদে আপদে সাহায্যের আশা করে- তাকে স্মরণ করে, তাঁর ছায়া চায়। সাইফুর রহমান রানা নিঃসন্দেহে তেমন একজন ভালো মানুষ। সাইফুর রহমান রানার মতো এমন একজন ভালো মানুষকে কুড়িগ্রাম -১ আসনে এমপি হিসেবে দেখতে চান তারা।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
