|
নির্বাচনের জন্য সব প্রস্তুুতি নিয়েছে সরকার নির্বাচন কমিশনার: আনোয়ারুল ইসলাম
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() নির্বাচনের জন্য সব প্রস্তুুতি নিয়েছে সরকার নির্বাচন কমিশনার: আনোয়ারুল ইসলাম শনিবার বেলা ১১টায় কুয়াকাটা কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে “নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আরও বলেন, “এবারের নির্বাচনে আরপিও (জবঢ়ৎবংবহঃধঃরড়হ ড়ভ ঃযব চবড়ঢ়ষব ঙৎফবৎ) তে সংশোধন আনা হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্ব প্রাপ্ত আসনে বা প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। তাই কর্মকর্তারা নির্ভয়ে ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মুহাম্মদ মোস্তফা হাসান। দিনব্যাপী কর্মশালায় জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
