|
৩১ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম শেষ হবে না: হুমাম কাদের চৌধুরী
এম. মতিন রাঙ্গুনিয়া
|
![]() ৩১ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম শেষ হবে না: হুমাম কাদের চৌধুরী মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনয়ন পাওয়ার পর রাজধানী ঢাকা থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে দুপুর দেড়টার দিকে হুমাম কাদের চৌধুরী জিয়ানগরে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী। পরে কাদেরনগর নিজ বাসভবনে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তিনি বলেন, আজকে রাঙ্গুনিয়াবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। রাঙ্গুনিয়ার সকল শ্রেণীর মানুষ এক কাতারে দাঁড়িয়ে বলেছে, তারা সকলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আবার চায়। আমাদের ভাগ্য খারাপ, আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী এই দিন দেখতে পারছেনা। আপনাদেরকে আস্বস্ত করতে চাই, যতদিন বেঁচে আছি, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর দেখানো সেই রাস্তায় আমি ইনশাআল্লাহ হাঁটবো। হুম্মাম কাদের বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—বিএনপির ৩১ দফা বাস্তবায়ন। যতক্ষণ পর্যন্ত এই দফাগুলো বাস্তবায়ন না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম শেষ হবে না।’ ![]() ৩১ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম শেষ হবে না: হুমাম কাদের চৌধুরী সাংবাদিকদের সুযোগ দেয়ার অনুরোধ জানিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, 'বহুদিন আপনাদের সাথে কাটিয়েছি। সাংবাদিকেরা এখন আলাপ আলোচনা করতে চায়, আমাদের সাংবাদিক ভাইদেরকে আপনারা সুযোগ করে দিবেন, যাতে সাংবাদিক ভাইয়েরা নিউজ কভারেজ করতে পারে।' এসময় শুভেচ্ছা বক্তব্যে তাঁর মা ফরহাত কাদের চৌধুরী বলেন, ‘পিতার আসনে পুত্র নির্বাচিত হলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা শান্তি পাবে। আমার ছেলে নমিনেশন পেয়েছে, এটা আমাদের পরিবারের জন্য গর্বের।’ অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশন- মনোনয়ন পাওয়ার পর রাঙ্গুনিয়ায় এসে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন হুমাম কাদের চৌধুরী |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
