|
আলফাডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল,বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমান, গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায়ী সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক রেজওয়ান আহমেদ এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ডাবলু।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং পরিচালনা করেন বিশিষ্ট সমবাদী মো: শাহাজাহান হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি রাসেল ইকবাল বলেন,সমবায়ের মূল শক্তি হলো ঐক্য। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে সমবায়ের আদর্শ বাস্তবায়ন করতে হবে। বিশেষ অতিথি এ.কে.এম. রায়হানুর রহমান বলেন,সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক। আমরা যদি প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে সমবায়ের চেতনা ধারণ করি, তাহলে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে। গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায়ী সমিতি লিমিটেডের চেয়ারম্যান রেজওয়ান আহমেদ বলেন,সমবায় হলো মানুষের সম্মিলিত প্রচেষ্টা। গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা সমবায়ের মাধ্যমে ব্যবসায়িক স্থিতিশীলতা অর্জন করতে পারেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, সহ সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, সমবায়ী বৃন্দ সহ অন্যান্য অতিথি বৃন্দ। অনুষ্ঠানের শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে সম্মাননা সনদ প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
