|
শেরপুরে জাতীয় সমবায় দিবসে নানা আয়োজন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে জাতীয় সমবায় দিবসে নানা আয়োজন এ উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর ) সকালে নকলা উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি। সভায প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নওশেদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় সমবায়ীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখা সমবায়ী সংগঠন ও সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
