ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
জাপানের বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে ‘গুড নিউজ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 October, 2025, 10:36 AM

জাপানের বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে ‘গুড নিউজ’

জাপানের বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে ‘গুড নিউজ’

জাপানের এক যাত্রীবাহী বিমান রেড আর্মি ফ্যাকশন নামে এক রাজনৈতিক সংগঠনের তরুণ সদস্যরা অপহরণ করেছিল। ১৯৭০ সালের আলোচিত সেই ঘটনা অবলম্বনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরীয় সিনেমা ‘গুড নিউজ’।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বাউন সুং-হুয়ান জানতেন এমন একটি আলোচিত ঘটনা থেকে সিনেমা বানালে অনেক কথা হবে। তাই শুরুতেই ঠিক করে নেন কী দেখাবেন আর কী দেখাবেন না। 

তার ভাষ্যে, ‘সরাসরি সেই ঘটনা অনুসরণ না করে একটি চরিত্রের মাধ্যমে গল্প বলার চেষ্টা করি। না হলে হয়তো তালগোল পাকিয়ে ফেলব।’ নির্মাতার পছন্দের সিনেমার মধ্যে আছে বং জুন হোর ‘প্যারাসাইট’ ও রুবেন অস্টলান্ডের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। দুই সিনেমাতেই রাজনৈতিক বক্তব্য আছে তবে সেটা এসেছে হাস্যরসের মোড়কে। তিনিও নিজের সিনেমায় এই কৌশল নিয়েছেন।

১৯৭০ সালে ছিনতাই হয় জাপানের ফ্লাইট ৩৫১। ছিনতাইকারীরা ছোট একটা কমিউনিস্ট দলের সদস্য। তারা জাপানে রাজনৈতিক বিপ্লবের জন্য বিমানটি ব্যবহার করতে চেয়েছিল। মূল পরিকল্পনা ছিল কিউবার দিকে যাওয়ার, কিন্তু বিমানটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল না। তাই তারা গন্তব্য পরিবর্তন করে উত্তর কোরিয়ার দিকে যাত্রা শুরু করে। আইনি জটিলতা এড়াতে বাস্তবের অনেক নাম সিনেমায় বদল করা হয়েছে।

বছর কয়েক আগে, একটি টিভি শো দেখে এই বিমান ছিনতাইয়ের ঘটনা জানতে পারেন নির্মাতা। ‘দেখার সময়ই ভাবছিলাম, সিনেমার জন্য দারুণ প্লট। পরে দেখলাম এই ঘটনা নিয়ে সিনেমা বা সিরিজ কিছুই হয়নি। ঠিক করলাম আমিই বানাব,’ বলেন বাউন সুং-হুয়ান।

টরন্টো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয় চলতি বছর। সুল কেউং-গু, হং কেউং, রাইও সেউং-বাম অভিনীত সিনেমাটি নেটফ্লিক্সে এসেছে ১৭ অক্টোবর। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। বেশির ভাগ সমালোচক অভিনয়শিল্পীদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ আবার বলছেন হাস্যরস আর থ্রিলারের মিশ্রণ করতে গিয়ে নির্মাতা তালগোল পাকিয়ে ফেলেছেন। সাধারণ দর্শকেরা অবশ্য বেশ পছন্দ করেছেন, আইএমডিবিতে রেটিং ৬ দশমিক ৫। গতকাল নেটফ্লিক্সের শীর্ষ অ–ইংরেজি সিনেমার তালিকায় এটা ছিল নয় নম্বরে।

নির্মাতা জানান, তিনি সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার প্রতিক্রিয়া পড়ছেন। তার ভাষ্যে, ‘সবার প্রতিক্রিয়া স্বাগত জানাই তবে চাই না দর্শক শুধু প্রতিক্রিয়াই দেখান। সিনেমায় যা বলতে চেয়েছি, সেটা যদি তাঁদের ভাবায় তাহলে আরও খুশি হব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status