|
সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে আসছে কালচারাল ফেস্ট সিজন ৩
নতুন সময় প্রতিবেদক
|
![]() সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে আসছে কালচারাল ফেস্ট সিজন ৩ উৎসবে এবার থাকছে দেশীয় ব্যান্ড ও শিল্পীদের রোমাঞ্চকর সঙ্গীত পরিবেশনা। মঞ্চ মাতাতে আসছেন এফ মাইনর (ফিমেল ব্যান্ড), ক্যালিপসো, অলি বয় অ্যান্ড ব্যান্ড, মেকানিক্স, অ্যাভোয়েড রাফা, রায়ট, এ কে রাহুল, ডোরা আপু, রিপাবলিক জিরো, লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। প্রতিটি পরিবেশনায় ফুটে উঠবে তারুণ্যের উচ্ছ্বাস এবং শিল্পের প্রাণশক্তি। সঙ্গীতের পাশাপাশি উৎসবে থাকছে ১০০টিরও বেশি স্টল। দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় খাবার, পোশাক-ফ্যাশন সামগ্রী, হস্তশিল্প ও আর্ট এক্সিবিশন। বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে থাকবে বিশেষ আদিবাসী ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা জানান, পরিবার, বন্ধু ও তরুণদের জন্য এটি হবে আনন্দমুখর সময় কাটানোর দারুণ সুযোগ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসব। আর বিকাল ৫টা থেকে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মূল কনসার্ট। কালচারাল ফেস্ট সিজন ৩ আয়োজনে সৃজনশীলতা, বিনোদন ও মিলনের বর্ণাঢ্য আবহ পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন আয়োজকেরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
