ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে আসছে কালচারাল ফেস্ট সিজন ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 October, 2025, 1:49 PM

সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে আসছে কালচারাল ফেস্ট সিজন ৩

সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে আসছে কালচারাল ফেস্ট সিজন ৩

সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্যময় সমন্বয়ে রাজধানীতে আয়োজন করা হচ্ছে ‘কালচারাল ফেস্ট সিজন ৩’। আগামি ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৫ ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুই দিনের উৎসব। এ আয়োজন হবে সৃজনশীলতা, ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য মিলনমেলা।

উৎসবে এবার থাকছে দেশীয় ব্যান্ড ও শিল্পীদের রোমাঞ্চকর সঙ্গীত পরিবেশনা। মঞ্চ মাতাতে আসছেন এফ মাইনর (ফিমেল ব্যান্ড), ক্যালিপসো, অলি বয় অ্যান্ড ব্যান্ড, মেকানিক্স, অ্যাভোয়েড রাফা, রায়ট, এ কে রাহুল, ডোরা আপু, রিপাবলিক জিরো, লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। প্রতিটি পরিবেশনায় ফুটে উঠবে তারুণ্যের উচ্ছ্বাস এবং শিল্পের প্রাণশক্তি।

সঙ্গীতের পাশাপাশি উৎসবে থাকছে ১০০টিরও বেশি স্টল। দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় খাবার, পোশাক-ফ্যাশন সামগ্রী, হস্তশিল্প ও আর্ট এক্সিবিশন। বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে থাকবে বিশেষ আদিবাসী ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজকরা জানান, পরিবার, বন্ধু ও তরুণদের জন্য এটি হবে আনন্দমুখর সময় কাটানোর দারুণ সুযোগ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসব। আর বিকাল ৫টা থেকে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মূল কনসার্ট।

কালচারাল ফেস্ট সিজন ৩ আয়োজনে সৃজনশীলতা, বিনোদন ও মিলনের বর্ণাঢ্য আবহ পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন আয়োজকেরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status