|
কাকে বিয়ে করলেন জায়েদ খান, গুঞ্জন সোশ্যাল মিডিয়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() কাকে বিয়ে করলেন জায়েদ খান, গুঞ্জন সোশ্যাল মিডিয়া এসব ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের জল্পনা জায়েদ খান কি বিয়ে করে ফেলেছেন? অনেকেই ছবির নিচে শুভেচ্ছা জানিয়ে লিখছেন ‘নতুন জীবনের জন্য অভিনন্দন।’ কেউ আবার মজা করে মন্তব্য করেছেন ‘ঢালিউডের সালমান খানও শেষ পর্যন্ত বিয়ে করলেন!’ তবে কাকে বিয়ে করেছেন এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অনেকে দাবি করছেন, ওই নারীর জন্ম সিলেটে, বর্তমানে থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। কিন্তু এ তথ্যও নিশ্চিত নয়। কবে, কোথায় বিয়ে সে সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। জায়েদ খানের ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কিছু জানাতে পারেননি। অনেকে ধারণা করছেন, হয়তো কোনো অনুষ্ঠানে অনুরোধে ছবি তুলেছেন অভিনেতা; অথচ সেটিই ‘বিয়ে’র গুঞ্জনে রূপ নিয়েছে। ২০২৪ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে আর দেশে ফেরেননি জায়েদ খান। রাজনীতি ও ব্যক্তিগত জীবনের কারণে তিনি নিয়মিতই বিতর্কে থাকেন। তাই নতুন এই গুঞ্জনেও ‘রহস্য’ আরও ঘনীভূত হয়েছে। এখন অপেক্ষা—জায়েদ খান নিজে মুখ খুলবেন কবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
