|
হামলার জন্য ক্ষমা চাইল ড্যাফোডিল, সিটি বিশ্ববিদ্যালয়ে আটকা ১১ শিক্ষার্থী
নতুন সময় প্রতিবেদক
|
![]() হামলার জন্য ক্ষমা চাইল ড্যাফোডিল, সিটি বিশ্ববিদ্যালয়ে আটকা ১১ শিক্ষার্থী সোমবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত উভয় বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। আতঙ্কে শিক্ষার্থীরা হল ছাড়ছেন। সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকালে সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় ভাঙচুর করা প্রশাসনিক ভবনের কাচের টুকরা, ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও অগ্নিসংযোগ করা ১৫টি গাড়ির চিত্র তাদের সামনে আসে। ড্যাফোডিলের ডিন বিমল চন্দ্র দাস ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত সবকিছুর ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. লুৎফর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় ড্যাফোডিলের ১১ শিক্ষার্থী তাদের হেফাজতে আছেন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ছাড়া তাদের ছেড়ে দেওয়া হবে না বলে তিনি পরিষ্কার জানান। ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি আনুমানিক ৩০ কোটি টাকা বলে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ আবু জায়েদ বলেন, ঘটনা যদি পূর্বপরিকল্পিত না হতো, তাহলে এমন নৃশংস হামলা সম্ভব নয়। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দুই শিক্ষার্থীর কথাকাটাকাটিকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ প্রায় ৭ ঘণ্টা স্থায়ী হয় এবং এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
