|
ওয়াব ফয়জুন্নেছা কলেজ এলোমনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ওয়াব ফয়জুন্নেছা কলেজ এলোমনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন সভায় আহ্বায়ক কমিটির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য সাংবাদিক এম এস দোহা, মোহাম্মদ জাকির হোসেন, এডভোকেট জহিরুল আমিন বাবলু, মো. জাহাঙ্গীর আলম ভুইয়া, মো. সাইদ হোসেন, নুরুল আলম খোকন, মো. গোলাম আযম, মো. শফিউল আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সদস্যদের গঠনমূলক মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত রূপ পেতে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খসড়াটি আরও যাচাই–বাছাই ও পরিমার্জন শেষে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুমোদন প্রক্রিয়ায় নেওয়া হবে। এলোমনাই এসোসিয়েশনের মাধ্যমে কলেজের উন্নয়ন, সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্ক বৃদ্ধি, সামাজিক উদ্যোগ পরিচালনা ও প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
