ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
২৯ বছর পর খুলনা ১ আসন দখল নিতে চায় বিএনপির সম্ভাব্য ৬ প্রার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 October, 2025, 4:12 PM

২৯ বছর পর খুলনা ১ আসন দখল নিতে চায় বিএনপির সম্ভাব্য ৬ প্রার্থী

২৯ বছর পর খুলনা ১ আসন দখল নিতে চায় বিএনপির সম্ভাব্য ৬ প্রার্থী

খুলনা-১ আসন দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। দাকোপ উপজেলায় ৯টি ও বটিয়াঘাটায় ৭টি ইউনিয়ন এবং চালনা পৌরসভা মিলে এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার। খুলনা শহর সংলগ্ন বটিয়াঘাটা এবং পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ঘেঁষা দাকোপ। দক্ষিণের এই জনপদে আসনটিতে ইতোমধ্যে জোরেসোরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গণ ও নোনা পানির সাথে বসবাস করা মানুষের আক্ষেপেরও শেষ নাই।
খুলনা বিভাগীয় শহরের নিকটতম এ উপজেলা দু’টিতে উন্নয়নের ছোঁয়া নিয়ে ক্ষোভ রয়েছে সর্বস্তরের মানুষের।

ফ্যাসিষ্ট আওয়ামী লীগের আসন হিসেবে পরিচিত হলেও ২০০১ সালে ৪৭ হাজার, ২০০৮ সালে নির্বাচনে বিএনপি পেয়েছিল ৬৮ হাজার ভোট ও ২০১৮ সালে ২৯ হাজার ভোট। তাই আওয়ামী বিহীন আসনের সবচেয়ে বড় দাবিদার বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ৬ ছাত্রনেতা।

৪৫ শতাংশ হিন্দু অধ্যুষিত এ আসনটিতে ১৯৯৬ সালে বিএনপির প্রফুল্ল কুমার মন্ডল সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে আওয়ামী লীগের প্রার্থীরা একচেটিয়া বিজয়ী হন। এবার ২৯ বছর পর আসন পুনরুদ্ধারে মাঠে নেমেছে বিএনপি। যে সব প্রার্থী’রা প্রচারণা চালাচ্ছে তারা হলেন, বটিয়াঘাটা আমিরপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আমীর এজাজ খান, বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল, বটিয়াঘাটা সদর ইউনিয়নে জন্মগ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পার্থ দেব মণ্ডল, দাকোপের কামারখোলা ইউনিয়নে জন্মগ্রহণ করেন খুলনা জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, নগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি জন্মগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৈয়েবুর রহমান ও বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট গোবিন্দ হালদার।

সম্ভাব্য প্রার্থীরা সাংগঠনিক তৎপরতার পাশাপাশি শুভেচ্ছা পোস্টার টাঙিয়ে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। 

উল্লেখ্য ৫ আগষ্ট পরবর্তীতে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জেলা বিএনপির আহবায়ক কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করে। একারণে এলাকার জনসমর্থন হারিয়ে ছুটে চলছেন বিএনপির সাবেক জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, যিনি বিগত ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন।
আমির এজাজ খান বলেন, বিগত ফ্যাসিষ্ট আমলে হামলা-মামলা ও জুলম-নির্যাতনের শিকার হয়েছি, মনোনয়নের বিষয়ে শতভাগ আশাবাদী। 

৫ আগষ্ট পরবর্তীতে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিতর্কিত কর্মকান্ড প্রতিহত করতে অঞ্চলভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। তিনি বলেন, দলীয় রাজনীতিতে সব সময় নেতাকর্মী ও জনসাধারণের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নে আর্থিক সহায়তা করে আসছি। নিজ অর্থায়নে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিরাট গ্রামে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, দাকোপ-বটিয়াঘাটায় মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদ মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহায়তা করা, সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির ও যজ্ঞ অনুষ্ঠানে আর্থিক সহায়তা, মতুয়া সম্প্রদায়ের মাঝে আর্থিক সহায়তা, শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ভক্তদের উপসনালয়ে আর্থিক সহায়তা, দাকোপ-বটিয়াঘাটা জুড়ে ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে আর্থিক সহায়তা, দোলযাত্রা, বাসন্তী পূজায় আর্থিক সহায়তা, সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ, ফ্যাসিবাদী সরকারের দায়ের করা মিথ্যা ভিত্তিহীন মামলায় আইনী কার্যক্রম পরিচালনার জন্য নেতাকর্মী সমর্থকদের আর্থিক সহায়তা সহ সার্বিক সহযোগিতা করেছি, সম্প্রতি দাকোপের তিলডাঙ্গা ভাঙ্গন কবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ, অঞ্চল ভিত্তিক জনসাধারণ কে সুসংগঠিত করে সকল প্রকারের নৈরাজ্য প্রতিহত করেছি, দাকোপ-বটিয়াঘাটা উপজেলা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করে রাজনৈতিক কর্মসূচি সফল করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে গতিশীল করতে কাজ করে যাচ্ছি। দলের নীতিনির্ধারকদের আলোচনায় রয়েছি, তৃণমূলের প্রত্যাশা পূরণে ইতিমধ্যে নিজেকে প্রমান করতে সক্ষম হয়েছি, তাই দলীয় মনোনয়ন পেতে আশাবাদী। 

সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি পার্থ দেব মন্ডল বলেন, এবার নতুন প্রচারনায় নেমেছি, সকলের কাছে যাচ্ছি, ব্যাপক সারা পাচ্ছি, ভোটের হিসাবে এ আসনে হিন্দু সম্প্রদায়ের প্রাধান্য রয়েছে, তাই মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছি।

জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির বলেন, আমি দাকোপের সন্তান, এই অঞ্চলের মা মাটি মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ, এই জনপদের তৃণমূল থেকে বেড়ে ওঠা ও দাকোপের একক প্রার্থী আমি, তাই আমার কাছে জনসাধারণের প্রত্যাশা অনেক, দলীয় মনোনয়ন পেলে অবশ্যই দাকোপ-বটিয়াঘাটায় বিএনপির ভোট বিপ্লব ঘটনাতে পারবো।

জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৈয়েবুর রহমান বলেন, দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি, দাকোপ-বটিয়াঘাটার জনসাধারণের সাথে থেকে কাজ করছি, তাই দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে বলে মনোনয়নের বিষয়ে আশাবাদী। 

বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব এ্যাড. গোবিন্দ হালদার  বলেন, আমি সনাতন ধর্মের মানুষ, দাকোপ-বটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা, ইতিমধ্যে এই অঞ্চলের মানুষ সাদরে গ্রহণ করেছে, তাই আমি মনোনয়নের পাওয়ার ক্ষেত্রে আশাবাদী। 

তবে সব প্রার্থীরাই এলাকায় সর্বোচ্চ দিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল কে জনসাধারণের পাশে থেকে দলের জন্য কল্যাণকর কাজ করতে বলেছেন। তাই নেতাকর্মী সমর্থকদের নিয়ে ভোটের লড়াইয়ে নিজেকে প্রমান করতে আপন মনে ছুটে চলছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুলনা-১ আসনে যাকে ধানের শীষ প্রতীক দিবেন, তার সাথে কাজ করার কথা সকলেই ব্যক্ত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status