ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
গলাচিপায় ভূমিহীনদের জমি জবরদখলে পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 October, 2025, 3:50 PM

গলাচিপায় ভূমিহীনদের জমি জবরদখলে পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গলাচিপায় ভূমিহীনদের জমি জবরদখলে পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় কতিপয় ভূমিদস্যু কর্তৃক ভূমিহীনদের ভোগদখলীয় জমি জবরদখল করার পায়তারার প্রতিবাদে বশির হাওলাদারসহ কয়েকজন ভূমিহীনদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুর ১ টায় গলাচিপা ক্লাবে উপজেলার চরবিশ্বাসের চরবাংলার ২৩০ পরিবারের পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন, মো. আনোয়ার হাওলাদার, মাও. আ.রব খান,মো. জয়নাল সর্দার ও রুবেল হাওলাদার। সংবাদ সম্মেলনে তারা জানান, সরকারিভাবে ১৪৩২-১৪৩৩ অর্থ বছরে ২৩০ একর জমি একসনা খাস খাজনা প্রদানের মাধ্যমে ২৩০ টি ভূমিহীন পরিবার ভোগদখল করে আসছেন। 

উক্ত জমিকে কেন্দ্র করে বিএনপি নেতা আশ্রাব মোল্লার নেতৃত্বে আওয়ামী সরকারের আমলে জমি জবরদখলকারী কথিত সভাপতি ও দালাল চক্রের মূল হোতা সেরাজ খানসহ জালাল তালুকদার, শাহাবুদ্দিন তালুকদার, মজিবর হাওলাদার এবং ফারুক মীর এদের নেতৃত্বে তাদের ভোগদখলীয় জমি ভূমি অফিসকে ভূল বুঝিয়ে তাদের নামের একসনা ইজারা বাতিল করার চেষ্টায় জমি জবরদখল করার পায়তারা করিতেছে। 

এই জমিকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে একটি সিভিল আপিল হয় যার নম্বর ৩৮২৮/২০২৫ দেওয়ানি আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ মে ২০২৫ একটি অন্তবর্তীকালীন এস্টে আদেশ ও নির্দেশনায় বলা হয় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এস্টে আদেশ জারি থাকবে। 

তারা গত কয়েকদিন পূর্বে বিএনপি নেতা আশ্রাব মোল্লার নেতৃত্বে পটুয়াখালী প্রেসক্লাবে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মিয়ার বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগে একটি ভূয়া সংবাদ সম্মেলন করে। 

তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা, গুজব ও ভিত্তিহীন। জমির সাথে তাদের কোন প্রকার সম্পৃক্ততা নেই। তাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status