|
উখিয়া রেজুখালে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() উখিয়া রেজুখালে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার রোববার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ায় রেজুব্রিজ সংলগ্ন এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, উখিয়া থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক। মৃত উদ্ধার মোহাম্মদ শাহীন সারোয়ার ফরহাদ (১৪) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজার এলাকার আব্দুল করিমের ছেলে। সে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। স্থানীয়দের বরাতে জিয়াউল হক বলেন, শনিবার বিকেল ৩টার দিকে বাবা আব্দুল করিমের সঙ্গে শখের বশে বড়শি দিয়ে মাছ ধরতে যায় ফরহাদ। এক পর্যায়ে সে হঠাৎ নৌকা থেকে পড়ে যায়। এতে মুহুর্তেই নদীর স্রোতে ভেসে যায় ওই স্কুলছাত্র। “খবরটি শোনার পর স্থানীয়রা তাৎক্ষণিক খুঁজাখুঁজি শুরু করলেও ফরহাদের সন্ধান পাননি। পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পরও সন্ধান না মেলায় রাতে অভিযান স্থগিত করা হয়। “ ওসি বলেন, রোববার সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু করার আগে স্থানীয়রা রেজুব্রিজ সংলগ্ন এলাকায় নদীর পানিতে ফরহাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে উদ্ধার অভিযানে অংশগ্রহণকারি ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে। মৃত উদ্ধার স্কুলছাত্রের লাশ আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, মোহাম্মদ জিয়াউল হক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
