ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও আর নেই
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 26 October, 2025, 1:49 PM

গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও আর নেই

গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও আর নেই

গাজীপুর সাফারি পার্কের ভিতরে অসুস্থ হয়ে অবশিষ্ট জিরাফটিরও মৃত্যু হয়েছে। পার্ক কর্তৃপক্ষ দাবি করেছেন, জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়েছিল, তার চিকিৎসাও চলছিল। গত ২০ অক্টোবর জিরাফটির মৃত্যু হয় বলেও জানান কর্তৃপক্ষ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গেলো সোমাবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় গাজীপুর সাফারি পার্কের অভ্যন্তরে আফ্রিকান সাফারি বেষ্টনীতে পূর্ণ বয়স্ক অসুস্থ স্ত্রী জিরাফটিও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন জিরাফটির মৃত্যু হলেও শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের তথ্যটি জানান পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, ২০১৩ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুর বছর থেকে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়েছিলো। ফ্যালকন ট্রেডার্স নামে আন্তর্জাতিক প্রাণি বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো আমদানি করা হয়েছিল। এরপর ২০১৭-২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা প্রসব করে।

অন্যদিকে ২০১৮-২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। পরে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর আরেকটি জিরাফ মারা গেলে স্ত্রী জিরাফটি সঙ্গীহীন হয়ে যায়। সেটিও সোমাবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর চারদিন পর শুক্রবার (২৪ অক্টোবর) গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ এ ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছপন।

গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, সাফারি পার্কের একমাত্র স্ত্রী জিরাফটি অসুস্থ হয়ে পড়লে ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় গাজীপুর সাফারি পার্কে অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের জরুরি সভা পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. গোলাম হায়দারকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ আল মামুন, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. গোলাম আজম চৌধুরী, কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিফ ভেটেরিনারী অফিসার ডা. এ বি এম শহীদ উল্লাহ, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারী অফিসার ডা. হাতেম সাজ্জাত ও জুলকার নাইন।

গাজীপুর সাফারী পার্কের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা সরেজমিন উপস্থিত থেকে মৃত জিরাফের ময়নাতদন্ত সম্পন্ন করেন। তারা প্রতিবেদনে উল্লেখ করেন জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্ত্রী জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফশূন্য হয়ে পড়ল।

গাজীপুর ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কামাল হোসেন জানান, জিরাফ মৃত্যুর ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পার্ক কর্তৃপক্ষ। ডায়েরিতে অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status