ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
ময়মনসিংহে মাদরাসার জমি বিক্রির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 25 October, 2025, 7:05 PM

ময়মনসিংহে মাদরাসার জমি বিক্রির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ময়মনসিংহে মাদরাসার জমি বিক্রির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছাড়াও মাদরাসার জমি বিক্রির অভিযোগ এনে এর প্রতিবাদে এলাকাবাসী ও পরিচালনা কমিটির সদস্যরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে নান্দাইল পৌরশহরের জলসিঁড়ি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত একটি অটো শো-রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের পর এলাকাবাসী মাদ্রাসার সামনের সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ ও তদন্তের দাবি জানিয়ে নানা ধরনের স্লোগান দেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. আবদুল হান্নান। তিনি বলেন, আবদুল হাই এই মাদ্রাসায় যোগদানের সময় তাঁর যোগ্যতার ঘাটতি ছিল। তারপরও অনিবন্ধিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এই মাদ্রাসায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি মাদ্রাসায় দুর্নীতি করেছেন। মাদ্রাসার নিজস্ব জমি বিক্রি করে অর্থ আত্মসাত করেছেন। নানা জায়গায় অনৈতিক সুবিধা দিয়ে মাদ্রাসায় বছরের পর বছর নীতিমালা বহির্ভুত কাজ করে গেছেন। 

আবদুল হান্নান আরও বলেন, আমাদের বাপ-দাদারা মাদ্রাসায় জমি দান করেছেন। কিন্তু তিনি সেই জমি অন্যায়ভাবে বিক্রি করে সেই অর্থ লোপাট করে গেছেন। সাবেক সভাপতি শরাফ উদ্দিন ভূঁইয়ার মৃত্যুর পরও তাঁর স্বাক্ষর জাল করে আবদুল হাই মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করেছেন অভিযোগ করেন পরিচালনা কমিটির সহসভাপতি আবদুল হান্নান। এসব দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি করেন তিনি। 

হান্নান আরও বলেন, করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অধ্যক্ষ ওই সময় নানা খাত দেখিয়ে ২০ লাখ টাকা ব্যয় দেখিয়েছেন। যা লুটপাট ছাড়া আর কিছুই নয়। সাংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি গোলাম হায়দার খান ফয়সল, সাবেক সদস্য আবদুল খালেক। 

জানতে চাইলে অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, এসব পুরাতন অভিযোগ। আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করিয়েছে। ওই তদন্তে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির চিঠি তাঁর কাছে রয়েছে। আরেক প্রশ্নের উত্তরে অধ্যক্ষ আরও বলেন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ঠ এলাকার কিছু লোক তাঁদের স্বজনদের অত্র প্রতিষ্ঠানে নানা পদে নিয়োগ দিতে চাইছেন। কিন্তু চাইলে তো হবে না। স্বচ্ছতার সাথে নীতিমালা মেনে নিয়োগ দেওয়া হবে। অন্যায় কাজ আমার দ্বারা সম্ভব হবে না। এটা বুঝতে পেরে কিছু লোক পুরাতন অভিযোগ সমূহ সামনে আনছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status