ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ
রহিম আলী জাবেদ
প্রকাশ: Saturday, 25 October, 2025, 5:39 PM

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর সদস্যরা ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে।

বিজিবির ব্যাটালিয়ন সদর ও বিভিন্ন বিওপি থেকে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক এবং ভারতীয় গরু আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবি সূত্রে জানা যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দীর্ঘদিন ধরে  সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা ১২০.০৯ কিলোমিটার বিস্তৃত, যেখানে ব্যাটালিয়নের অধীনে থাকা ১৭টি বিওপি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

২০২৪ সালে বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহের অভিযানে সীমান্ত এলাকায় ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালানী মালামাল ও ৪২৪ জন আসামী আটক হয়। এ ধারাবাহিকতায় চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিযানে ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার মালামালসহ ৩৭০ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
এ সময় বিজিবি গরু-৪,২০২টি, মহিষ-১,২৮৬টি, মোবাইল ফোন-২,৫৬৯টি, পাথর-২,০৬,১৩৯ ঘনফুট, বালু-২১,২৩৫ ঘনফুট, বালুর মেশিন-১১টি, চিনি-১১,৪৬,৩১৮ কেজি, জিরা-১,৫৩,১২৯ কেজি, শাড়ি-৮২,৭১০ পিস এবং যানবাহন-৭,৪১৯টি আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য পাচার প্রতিরোধেও তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহের মাদকবিরোধী অভিযানে মদ-৭৮,২৫৪ বোতল, ফেন্সিডিল-২৪,৭৬৩ বোতল, ইয়াবা-২,৮০,১৪৪ পিস, বিয়ার-৯,০৮৬ ক্যান, গাঁজা-১৪,৬৪৪ কেজিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।
এছাড়া অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চলতি বছরে বিশেষ অভিযানে ৯টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে

জাতীয় সম্পদ সুরক্ষায়ও বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে সিলেট সীমান্তের ভোলাগঞ্জ, জাফলং, উৎমাছড়া, বিছনাকান্দি, সোনাই নদী, চেলা ও যাদুকাটা এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বিজিবির কর্মকর্তারা বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, পুরো জাতিকে ধ্বংস করে। তাই মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিজিবির সীমান্ত সুরক্ষা কার্যক্রমে প্রেরণা যোগায়। ভবিষ্যতেও গণমাধ্যমের সহযোগিতা পেলে বিজিবি আরও কার্যকরভাবে জাতীয় স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করতে সক্ষম হবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status