|
এক যুগ পর মধুখালী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আবির হোসেন আবু, মধুখালী
|
![]() এক যুগ পর মধুখালী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নবগঠিত কমিটি দুটির পরিচিতি: উপজেলা বিএনপি: ১০১ সদস্য বিশিষ্ট।পৌর বিএনপি: ১০১ সদস্য বিশিষ্ট। নবগঠিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও নির্দেশনা শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস সহ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা। নবগঠিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতা কর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন: “এখন থেকেই সবাই নির্বাচনের মাঠে নামবেন। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। মা-বোনদের বোঝাবেন যেন আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের পথ সুগম করা যায়। তিনি আরও বলেন: “জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন— বিএনপি ক্ষমতায় এলে সর্ব প্রথম দেশের বেকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।”দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা নতুন করে সাংগঠনিক কাজে গতি ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
