|
মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইউএনওর নির্দেশে আটককৃত প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা করে ৫৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ। এছাড়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো বিভিন্ন এতিমখানা বিতরন করা হয়। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, রাত বারোটা পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে নামলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামের নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
হাসপাতালের খাবারে নিম্নমানের সামগ্রীর ব্যবহার দুদকের অভিযান
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
মন্দিরে ড্যান্স করেন আপত্তি নেই, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করবেন না: সৈয়দ শাহিন শওকত
