|
রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে:হাসান মামুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে:হাসান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সত্তার হাওলাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন, চরকাজল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু বিশ্বাস ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু হানিফ হাওলাদার। এসময় উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ![]() রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে:হাসান মামুন অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান মামুন বলেন, দেশের সাধারণ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে, অবহেলিত চরাঞ্চলকে উপজেলায় উন্নীত, উন্নত চিকিৎসা ব্যবস্থা, শিল্প কলকারখানা স্থাপনসহ বিভিন্ন ধরনের উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে। তাই সারাদেশে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার গঠনে সহায়তায় ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মীয়দের উদ্দেশ্যে বলেন, এ দেশ আপনাদেরও জন্মভূমি, তাই সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাসের একমাত্র ভরষা স্থল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
