ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
প্রকাশ: Saturday, 25 October, 2025, 11:44 AM

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২০টি কম্বল, একটি সিএনজি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে  কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ চাকঢালা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৪ হতে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামালসহ আসামিদের আটক করে।

আটককৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজার পাড়া এলাকার মো. হানিফ এর ছেলে মো. মুহিব উল্লাহ, ফজুপাড়া এলাকার আলী হোসেন এর ছেলে মো. জিয়াউর ও চেরারমাঠ এলাকার নুরুল ইসলাম এর ছেলে মো. ওসমান।

শুক্রবার সন্ধ্যায়বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্তবর্তী চাকপাড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা কম্বলগুলো উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেন। 

এসময় তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অবৈধ কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে এবং স্থানীয় জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় শান্তি ও স্বস্তি ফিরেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংবাদ প্রেরক, শামীম ইকবাল চৌধুরী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status