ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
শেরপুরে সরকারি চাউল উদ্ধারের ঘটনায় আসামী করা হল দরিদ্র অটোরিকশা চালককে
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Saturday, 25 October, 2025, 11:40 AM

শেরপুরে সরকারি চাউল উদ্ধারের ঘটনায় আসামী করা হল দরিদ্র অটোরিকশা চালককে

শেরপুরে সরকারি চাউল উদ্ধারের ঘটনায় আসামী করা হল দরিদ্র অটোরিকশা চালককে

শেরপুরের নকলায় খাদ্য অধিদপ্তরের ২২ বস্তা (৬৬০ কেজি) সরকারি চাউল উদ্ধারের ঘটনায় চাউল বহনকারি দরিদ্র অটোরিকশা চালক রানা মিয়াকে আসামী করে নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। স্থানীয় খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক মো. আফতাব উদ্দিন বাদী হয়ে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মামলাটি দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে স্থানীয় খাদ্য বিভাগ ও থানা পুলিশ অভিযান চালিয়ে নকলা পৌরশহর থেকে একটি অটোরিকশায় থাকা অটোরিকশাসহ ওই চাউল জব্দ এবং অটোরিকশা চালক রানাকে আটক করা হয়। রানার বাড়ি নকলা পৌরশহরের জালালপুর মহল্লায়। তার পিতার নাম রফিকুল ইসলাম। 

পুলিশ, মামলার আসামী ও স্থানীয় সূত্রে জানা যায় পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনীয়া গাদুর মোড় এলাকা থেকে খাদ্য অধিদপ্তরের ২২ বস্তা সরকারি চাউল ক্রয় করেন জালালপুর মহল্লার মিল মালিক আশরাফ মিয়া ওরফে বুড়া আশরাফ। বিকেলে তিনি ওই চাল তার (আশরাফ) মিলে আনার জন্য অটোরিকশাচালক রানাকে ভাড়া করেন। চাউল স্থানান্তরের খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে স্থানীয় খাদ্য বিভাগ ও থানা পুলিশ চাউল উদ্ধারে অভিযানে নামেন। পরে সন্ধ্যার দিকে নকলা পৌরশহর থেকে অটোরিকশাসহ ওই ২২ বস্তা চাউল জব্দ করে পুলিশ। আটক করা হয় অটোচালক রানা মিয়াকে। 

নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান খাদ্য অধিদপ্তরের সরকারি চাউল উদ্ধারের ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে  পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status