|
শেরপুরে সরকারি চাউল উদ্ধারের ঘটনায় আসামী করা হল দরিদ্র অটোরিকশা চালককে
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে সরকারি চাউল উদ্ধারের ঘটনায় আসামী করা হল দরিদ্র অটোরিকশা চালককে এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে স্থানীয় খাদ্য বিভাগ ও থানা পুলিশ অভিযান চালিয়ে নকলা পৌরশহর থেকে একটি অটোরিকশায় থাকা অটোরিকশাসহ ওই চাউল জব্দ এবং অটোরিকশা চালক রানাকে আটক করা হয়। রানার বাড়ি নকলা পৌরশহরের জালালপুর মহল্লায়। তার পিতার নাম রফিকুল ইসলাম। পুলিশ, মামলার আসামী ও স্থানীয় সূত্রে জানা যায় পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনীয়া গাদুর মোড় এলাকা থেকে খাদ্য অধিদপ্তরের ২২ বস্তা সরকারি চাউল ক্রয় করেন জালালপুর মহল্লার মিল মালিক আশরাফ মিয়া ওরফে বুড়া আশরাফ। বিকেলে তিনি ওই চাল তার (আশরাফ) মিলে আনার জন্য অটোরিকশাচালক রানাকে ভাড়া করেন। চাউল স্থানান্তরের খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে স্থানীয় খাদ্য বিভাগ ও থানা পুলিশ চাউল উদ্ধারে অভিযানে নামেন। পরে সন্ধ্যার দিকে নকলা পৌরশহর থেকে অটোরিকশাসহ ওই ২২ বস্তা চাউল জব্দ করে পুলিশ। আটক করা হয় অটোচালক রানা মিয়াকে। নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান খাদ্য অধিদপ্তরের সরকারি চাউল উদ্ধারের ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
