ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
পাকিস্তানকে শায়েস্তা করতে এবার ভারতের পথ ধরছে আফগানিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 October, 2025, 10:01 AM

পাকিস্তানকে শায়েস্তা করতে এবার ভারতের পথ ধরছে আফগানিস্তান

পাকিস্তানকে শায়েস্তা করতে এবার ভারতের পথ ধরছে আফগানিস্তান

চলতি বছরের এপ্রিলে জম্মু কাশ্মীরে সংঘটিত এক সন্ত্রাসী হামলার জেরে ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সিন্ধু পানি চুক্তি বাতিলের পাশাপাশি চেনাব নদীতেও একাধিক বাঁধ নির্মাণ করছে ভারত। পাকিস্তানকে শায়েস্তা করতে এবার ভারতের মতো পানিকে হাতিয়ার বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে আফগানিস্তানও। 

সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের চরম বৈরি সম্পর্ক বিরাজ করছে। বিপরীতে ভারতের সঙ্গে দারুণ সখ্যতা দেখা যাচ্ছে আফগান তালেবান সরকারের। এ অবস্থায় পাকিস্তানে বয়ে যাওয়া কুনার নদীর ওপর ভারতের মতো বাঁধ নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে আফগানিস্তানও।

শনিবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ জলপথ এই কুনার নদী। ভারতের পর আফগানিস্তানের বাঁধ নির্মাণের এমন পদক্ষেপের ফলে অদূর ভবিষ্যতে বড় ধরনের পানি সংকটে পড়ে যেতে পারে পাকিস্তান। 

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আফগানিস্তানের প্রকাশনা বিষয়ক উপ-তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মুহাজের ফারাহি বলেছেন, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কুনার নদীর ওপর বাঁধ নির্মাণের এই নির্দেশ দিয়েছেন। বিদেশি ঠিকাদারদের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পের কাজ শুরু করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

ফারাহির ভাষ্য অনুযায়ী, পানি ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্মাণকাজ দ্রুততর করার জন্য দেশীয় আফগান কোম্পানিগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের নির্দেশ দেওয়া হয়েছে।

আফগানিস্তানের নিজস্ব জলসম্পদ পরিচালনা করার অধিকার রয়েছে উল্লেখ করে দেশটির মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুরও বলেন, মহামান্য আমিরুল-মু’মিনিন (হিবাতুল্লাহ আখুন্দজাদা) তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কুনার নদীর উপর বাঁধ নির্মাণ শুরু করার এবং বিদেশী কোম্পানির জন্য অপেক্ষা না করে দেশীয় কোম্পানিগুলির সাথে চুক্তি স্বাক্ষর করার নির্দেশ দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, আফগানদের এই পদক্ষেপের ফলে পাকিস্তানে নদীর মধ্য দিয়ে জলপ্রবাহ সীমিত হয়ে পড়বে। কুনার নদী প্রায় ৪৮০ কিলোমিটার বিস্তৃত, যা পূর্ব আফগানিস্তান এবং উত্তর-পশ্চিম পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত। এটি হিন্দুকুশ পর্বতমালার গলিত হিমবাহ এবং তুষার দ্বারা পুষ্ট এবং সিন্ধু (সিন্ধু) নদীর অববাহিকার অংশ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status