ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
১৩০০ কোটি রুপির মালিক ‘বিরুশকা’ দম্পতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 October, 2025, 9:53 AM

১৩০০ কোটি রুপির মালিক ‘বিরুশকা’ দম্পতি

১৩০০ কোটি রুপির মালিক ‘বিরুশকা’ দম্পতি

ক্রিকেট ও বলিউডের দীর্ঘদিনের মেলবন্ধনের অন্যতম দৃষ্টান্ত বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভারতের এই তারকা দম্পতিকে ভক্তরা আদর করে ডাকেন ‘বিরুশকা’ নামে। ভারতের ‘পাওয়ার কাপল’ হিসেবেও পরিচিত তারা

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিং সেটে প্রথম দেখা হয় কোহলি ও আনুশকার। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। চার বছরের প্রেমের পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্সের তুসকানিতে তারা বিয়ে করেন। এরপর ২০২১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ভামিকা, আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আসে পুত্রসন্তান আকাই।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্মিলিত সম্পদের পরিমাণ এখন ১৩০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০৭ কোটি টাকা)। তাদেরকে ভারতের অন্যতম ধনী ও প্রভাবশালী সেলিব্রিটি দম্পতি হিসেবে গণ্য করা হয়।

এককভাবে বিরাট কোহলির মোট সম্পদ আনুমানিক ১০৫০ কোটি রুপি। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে এ‍+ ক্যাটাগরির খেলোয়াড় তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতি মৌসুমে তাকে দেয় ২১ কোটি রুপি।

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে কোহলি পান ৭ কোটি রুপি। ম্যাচ ফি, টেস্টে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ এবং টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি নেন। যদিও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে তিনি এখন অবসর নিয়েছেন।

পুমা, এমআরএফ, পেপসি, কোলগেট, মান্যবর, অডি, তিসো, স্যামসোনাইটসহ নানা ব্র্যান্ডের দূত তিনি। প্রতিটি চুক্তি থেকে আয় ৭.৫ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত। এছাড়া নিজস্ব পোশাক ব্র্যান্ড, রেস্টুরেন্ট ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম থেকেও কোহলির আয় বাড়ছে।

অন্যদিকে, আনুশকা শর্মার সম্পদের পরিমাণ প্রায় ২৫৫ কোটি রুপি। অভিনয়, ব্র্যান্ড প্রচার, প্রযোজনা সংস্থা ও ফ্যাশন ব্র্যান্ড থেকে তার আয় আসে।

চলচ্চিত্রে প্রতি সিনেমার জন্য আনুশকা পান প্রায় ৭ কোটি রুপি। তার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজ থেকে নির্মিত হয়েছে ‘এনএইচ১০’, ‘পরী’, ‘পাতাল লোক’ এর মতো জনপ্রিয় কাজ। ২০১৭ সালে চালু করা নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘নুশ’ও তার আয় বাড়িয়েছে।

আনুশকা ব্র্যান্ড প্রচার থেকে বছরে আয় ৫-১০ কোটি রুপি। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে আনুমানিক ৯৫ লাখ রুপি উপার্জন করেন তিনি।

দুই সন্তান ভামিকা ও আকাইকে নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন বিরাট-আনুশকা দম্পতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status