ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
৪ ম্যাচে ৪ হার, দ্বিতীয় মৌসুমেই কি দম শেষ স্লটের লিভারপুলের?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 October, 2025, 9:59 AM

৪ ম্যাচে ৪ হার, দ্বিতীয় মৌসুমেই কি দম শেষ স্লটের লিভারপুলের?

৪ ম্যাচে ৪ হার, দ্বিতীয় মৌসুমেই কি দম শেষ স্লটের লিভারপুলের?

টানা হারের বৃত্তে ছিল লিভারপুল। তবে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে হারানোর পর আত্মবিশ্বাস খানিকটা ফিরে পেয়েছিল আর্নে স্লটের দল। কিন্তু রোববার ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলে হেরে আবার সব দুর্বলতা স্পষ্ট হয়ে উঠল তাদের।

এই হারে লিভারপুল নেমে গেছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা এখন চার পয়েন্ট পিছিয়ে। আর্সেনাল যদি পরের ম্যাচে জেতে, ব্যবধান বেড়ে যাবে সাত পয়েন্টে। স্লটের সবচেয়ে বড় চিন্তা হলো—পূর্বের ভুলগুলো থেকে দল যেন কিছুই শেখেনি।

লিগের মাত্র নয় ম্যাচ শেষে কোনো দলের শিরোপার আশা শেষ হয়ে যায় না। কিন্তু লিভারপুলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, সেই পথেই তারা হাঁটছে। শিরোপার পথে থাকা কোনো দল টানা চার ম্যাচ হারে না, আর এমন ছন্নছাড়া ফুটবলও খেলে না। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বড় জয়ের পর যেটা নতুন শুরু ভেবেছিল দলটি, সেটি দ্রুতই মিলিয়ে গেল।

স্লটের দলের এক সময়কার আত্মবিশ্বাসী ফুটবলের ছিটেফোঁটাও নেই এখন। প্রতিপক্ষরা আরও ক্ষুধার্ত, আরও আগ্রাসী। টানা ছয় ম্যাচে তারা প্রথমে গোল খেয়েছে। সেট পিসে দুর্বলতা রয়ে গেছে, আর সহজ গোল হজমের প্রবণতাও থামছে না।

লিভারপুল গত রাতে প্রথম গোল হজম করতে সময় নিয়েছে মোটে ৫ মিনিট। দাঙ্গো ওয়াত্তারার গোলে স্বাগতিক ব্রেন্টফোর্ড এগিয়ে যায়। ৪৫ মিনিটে কেভিন শাডের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে দলটা। বিরতির একটু আগে মিলোস কেরকেজের গোলে অল রেডরা ব্যবধান কমিয়েছিল বটে। কিন্তু বিরতির পর বিতর্কিত এক পেনাল্টি থেকে ইগর থিয়াগোর গোল আবারও ২ গোলে পিছিয়ে দেয় লিভারপুলকে। শেষ মুহূর্তে মোহামেদ সালাহ গোল করেছিলেন বটে, কিন্তু শেষমেশ হার এড়াতে পারেনি অল রেডরা।

এখনও ২৯টি ম্যাচ বাকি থাকলেও, বর্তমান চ্যাম্পিয়নদের খেলার ধরণ দেখে বোঝা যাচ্ছে—আর্সেনাল, ম্যানচেস্টার সিটির মতো স্থিতিশীল দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হবে। গ্রীষ্মে দলে অনেক পরিবর্তন এলেও নতুন খেলোয়াড়রা ছন্দে আসতে পারেননি। ফলে শিরোপা রক্ষার লড়াইটা অনেক আগেই শেষ হয়ে যেতে পারে।

ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল। দাঙ্গো ওয়াতারাকে ভার্জিল ফন ডাইক বক্সের বাইরে ফাউল করেন বলে মনে হলেও, ভিডিও রিভিউর পর দেখা যায়, ফাউলটি হয়েছে ঠিক বক্সের লাইনে। ফলে রেফারি ব্রেন্টফোর্ডকে পেনাল্টি দেন, আর ইগর থিয়াগো স্পট কিক থেকে গোল করে ম্যাচের ফল নির্ধারণ করেন।

এর আগে কোডি গাকপোর ওপর নাথান কলিন্সের ফাউল নিয়েও লিভারপুলের খেলোয়াড়রা পেনাল্টির দাবি তুলেছিলেন, কিন্তু রেফারি সেটি নাকচ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ফন ডাইক ও শবোস্লাই রেফারির সঙ্গে তর্কে জড়ান।

গেল মৌসুমে লিগ জিতেছিল অল রেডরা। চ্যাম্পিয়ন্স লিগে যতক্ষণ ছিল, তারা ছিল পরিষ্কার ফেভারিট। সেই দলটাই এখন প্রিমিয়ার লিগে হারল টানা ৪ ম্যাচ। আর তাতেই মনে হচ্ছে স্লটের অধীনে প্রথম মৌসুমের অপ্রতিরোধ্য লিভারপুল কি দ্বিতীয় মৌসুমেই দম হারিয়ে বসল?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status