|
ভালুকায় বাইরে তালাবদ্ধ করে বসতঘরে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাজ্জাদুল আলম খান, ভালুকা
|
![]() ভালুকায় বাইরে তালাবদ্ধ করে বসতঘরে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা সোহাগের টিনশেড বাড়ির মূল গেইট বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর ঘরের দক্ষিণ পাশে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে। গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ জানান, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে ঘুম ভেঙে দেখি আগুন লেগেছে। বাইরে যেতে গিয়ে দেখি গেইট তালাবদ্ধ। পরে গেইট ভেঙে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে সাহায্য করেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু এখন পরিবার নিয়ে আতঙ্কে আছি। জানি না কারা এমন কাজ করলো। ঘটনার পরপরই সোহাগ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
