ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
সুইডেন ইউক্রেনকে দেবে ১৫০টি আধুনিক যুদ্ধবিমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 October, 2025, 6:47 PM

সুইডেন ইউক্রেনকে দেবে ১৫০টি আধুনিক যুদ্ধবিমান

সুইডেন ইউক্রেনকে দেবে ১৫০টি আধুনিক যুদ্ধবিমান

রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে নতুন দৃষ্টান্ত স্থাপন করলো ন্যাটোর সদস্য় দেশ সুইডেন। ইউক্রেনকে সর্বাধুনিক গ্রিপেন-ই যুদ্ধবিমান সর্বোচ্চ ১৫০টি সরবরাহের প্রস্তাব দিয়েছে স্টকহোম। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

গ্রিপেন-ই যুদ্ধবিমানগুলো কম খরচে রক্ষণাবেক্ষণযোগ্য এবং রাস্তাঘাট বা কাঁচা মাটির রানওয়েতেও ব্যবহারযোগ্য। প্রতিটি বিমানে উন্নত রাডার, সেন্সর, এআই প্রযুক্তি এবং ১০টি অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে, যা ইউক্রেনের আকাশ ও ভূমি নিরাপত্তায় একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে।

জেলেনস্কি বলেন, এটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী ক্রিস্টারসন বলেন, এই বিমানগুলো ইউক্রেন, সুইডেন ও ইউরোপের নিরাপত্তাকে শক্তিশালী করবে।

এর আগে রুশ আক্রমণের ফলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউক্রেনের পুরানো সোভিয়েত যুগের জেট বিমানগুলো যথেষ্ট কার্যকর ছিল না। পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা কিছু পুরাতন এফ-১৬ এবং ফরাসি মিরাজ বিমানও রুশ আধিপত্য রোধে যথেষ্ট ছিল না।

২০২৪ সালে ন্যাটোতে নতুন সদস্য হিসেবে যোগ দেওয়ার পর সুইডেন এই প্রথম বৃহৎ আকারে যুদ্ধবিমান সরবরাহের উদ্যোগ নিয়েছে, যা ইউক্রেনের যুদ্ধ সক্ষমতায় বিরাট প্রভাব ফেলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status