|
পাকিস্তানে সীমান্ত এলাকায় নৃশংস সন্ত্রাসী হামলা: মিলিশিয়া প্রধানসহ ছয়জন নিহত
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাকিস্তানে সীমান্ত এলাকায় নৃশংস সন্ত্রাসী হামলা: মিলিশিয়া প্রধানসহ ছয়জন নিহত এক শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে জানান, আসামিরা গাড়িটিকে আগুনে ভস্মীভূত করে ভয় সৃষ্টি করতে চেয়েছিল, যার ফলে ছয়জনের দেহ সম্পূর্ণরূপে পুড়ে যায়। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে কর্মকর্তারা জানাচ্ছেন, পাকিস্তানি তালিবান বা তেহরেক-ই-তালিবান পাকিস্তান (TTP) ওই মিলিশিয়া নেতার কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিল, যা প্রত্যাখ্যানের পর তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের তালিবান সরকারের ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের তালিবান সরকার (TTP) যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে এবং তারা সীমান্ত পেরিয়ে হামলা চালাচ্ছে, যা কাবুল সরকার কঠোরভাবে অস্বীকার করে। সম্প্রতি দুই দেশের সীমান্ত বন্ধ করা হয়েছে। গত ৯ অক্টোবর কাবুলে এক বিস্ফোরণে বহু নিরীহ ব্যক্তি ও সেনা নিহত হওয়ার পর আফগানিস্তানের তালিবান পাকিস্তানকে দায়ী করে প্রতিহিংসামূলক অভিযান শুরু করে। তবে সাম্প্রতিক একটি যুদ্ধবিরতি সপ্তাহান্তে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা আগামী শনিবার তুরস্কে বৈঠক করবেন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
