|
চাঁপাইনবাবগঞ্জে সার সংকট চরমে, ভোগান্তীতে সাধারন কৃষক
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে সার সংকট চরমে, ভোগান্তীতে সাধারন কৃষক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে বিভিন্ন সার ডিলারের দোকানে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই সার ডিলারদের দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন কৃষকরা। কেউ কেউ আবার দীর্ঘ লাইনে দাঁড়ানোর জায়গা চিহ্নিত করতে ফজরের নামাজ পড়ার আগেই সেখানে ইট, বাঁশ কিংবা আশেপাশে পড়ে থাকা কাগজের টুকরা দিয়ে জায়গা চিহ্নিত করে রেখে যান। চাহিদা একটাই ফলন বাড়াতে কিনতে হবে ইউরিয়া, পটাশ ও ডিএপি সার। কিন্তু সে আশায় গুড়েবালি। নায্য দামতো দূরের বিষয়, অনেক সময় নগদ অতিরিক্ত অর্থ দিয়েও মিলছে না সার। আর এতে হতাশায় দিন কাটছে কৃষকদের। জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম বলেন, সম্প্রতি আম বিক্রির কার্যক্রম শেষ হয়েছে। এখন গাছের পরিচর্যার সময়। তার জন্য প্রয়োজন প্রচুর সার। কিন্তু দোকানে পর্যাপ্ত পরিমান সার থাকার পরেও চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছেনা। গত ১০ দিন ধরে সারের জন্য এলাকার বিভিন্ন সার ডিলারের দোকানে ঘুরেও নায্য মূল্যে সার পাচ্ছিনা। তাই অতিরিক্ত দাম দিয়ে সার কিনে আম বাগানে দিতে হচ্ছে। এমনকি ডিলারের কাছে সার কিনতে গেলেও বেঁধে দেয়া হচ্ছে বিভিন্ন শর্ত। একই উপজেলার হাজার দিঘি গ্রামের শীতকালীন সব্জি চাষী রনি বলেন, সামনে শীতকাল আসছে। আর আমি বেশি শীতকালীন সবজি চাষ করি। কিন্তু এবার মনে হয় তা করতে পারবোনা। কারণ পর্যাপ্ত পরিমান সার পাওয়া যাচ্ছেনা। যদিও অতি ভোরে সারের দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রায় ৫ ঘন্টা পর চাহিদার ৫ বস্তা সারের বিপরীতে এক বস্তা সার পেয়েছি। এখন দেখা যাক পুরো সিজিনের মধ্যে আর সার পাওয়া যায় কিনা। আর তাই আমি সবজির ফলন নিয়ে শঙ্কায় আছি। স্ট্রবেরী চাষী সদর উপজেলার হাসান বলেন, জেলায় সারের প্রচুর সঙ্কট। সার পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও প্রতি বস্তায় দাম প্রায় ৩ শত টাকার বেশি নেয়া হচ্ছে। তারপরেও পর্যাপ্ত সার পাচ্ছি না। তাই স্ট্রবেরী চাষের ফলন নিয়ে দুশ্চিন্তায় আছি। তবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান আগামী ডিসেম্বর পর্যন্ত সার সংকটের কোনো সম্ভাবনা নেই বললেও চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী জানান, সংকট থাকলেও অতিরিক্ত দামে সার বিক্রির কোন অভিযোগ জেলার কোথাও নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
