|
২৯ বছর পর সালমান শাহের ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে পুলিশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২৯ বছর পর সালমান শাহের ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে পুলিশ প্রায় ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ। সেই তদন্তের অংশ হিসেবে ২৯ বছর আগে সালমান শাহ যে বাসায় থাকতেন, সেখানে পুলিশ অভিযান চালিয়েছে। নায়কের মৃত্যুর পর ওই ফ্ল্যাটটি সিলগালা করে দেওয়া হয়েছিল। বর্তমানে ওই ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। নব্বইয়ের দশকে রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাটটিতে স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন সালমান শাহ। পুলিশ ফ্ল্যাটের ভেতরের অবস্থা ঘুরে দেখেছে। এর আগে সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ‘ডন’সহ মোট ১১ জন। এজাহারে আরও কয়েকজন অজ্ঞাতপরিচয়ের নামও উল্লেখ করা হয়েছে। সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন, “সালমান শাহের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বহুবার চেষ্টা করেছিলেন অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তর করতে। দীর্ঘদিন চেষ্টা করার পরও তার মৃত্যু হয়েছে। এখন এত দিন পর এটি সম্ভব হলো। ইনশাআল্লাহ প্রমাণ হবে, এটি হত্যা।” ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের লাশ উদ্ধার করা হয় এবং প্রথমে অপমৃত্যুর মামলা করা হয়েছিল। তার অকাল মৃত্যু রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কি না, তা নিয়ে সারা দেশ টেবিল অপেক্ষা করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
