|
এক দশক পর মিরপুরে ওয়ানডেতে ১০০ রানের ওপেনিং জুটি
নতুন সময় ডেস্ক
|
![]() এক দশক পর মিরপুরে ওয়ানডেতে ১০০ রানের ওপেনিং জুটি আগে ব্যাট করতে দলকে দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। সাবলীল ব্যাটিংয়ে শতরানের জুটি ছাড়িয়ে গেছেন এই দুই টাইগার ওপেনার। এতে ১০ বছর পর ওয়ানডেতে ১০০ রানের ওপেনিং জুটি দেখলো মিরপুর। সব দল মিলিয়ে ২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ওপেনার সৌম্য ও সাইফ দুজনেই পেয়েছেন ফিফটি। ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের নিজেদের প্রথম ফিফটির দেখা পান সাইফ। অন্যদিকে ৪৮ বলে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন সৌম্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে বিনা উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ২০২৩ সালের মার্চের পর এই প্রথম ওয়ানডে ওপেনিং জুটি থেকে শতরান পেল বাংলাদেশ দল। সিলেটে সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
