ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
রাশিয়ার দুই বড় তেল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 October, 2025, 4:02 PM

রাশিয়ার দুই বড় তেল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার দুই বড় তেল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকওয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনায় অংশ নিতে মস্কোর অস্বীকৃতির জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, রাশিয়ার প্রধান রাজস্ব উৎস-তেল ও জ্বালানি খাত-নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যাতে ক্রেমলিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা সীমিত হয়।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তার ভাষায়, এখনই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে সমর্থন করছি এবং প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

উল্লেখযোগ্যভাবে, এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পিত দ্বিতীয় বৈঠক স্থগিত হওয়ার একদিন পর। ক্রেমলিন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এর আগে, গত ১৫ অক্টোবর যুক্তরাজ্যও একই ধরনের পদক্ষেপ নেয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকার সে সময় রোজনেফ্ট ও লুকওয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নতুন নিষেধাজ্ঞা ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়া পারমাণবিক মহড়া চালায়। গত বুধবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মহড়ায় স্থল, সাবমেরিন ও বিমান থেকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে-যার কিছু যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এছাড়া, দূরপাল্লার টু-২২এম৩ কৌশলগত বোমারু বিমান বাল্টিক সাগরের আকাশে চক্কর দেয়। সেই সময় বিদেশি, সম্ভবত ন্যাটোর, যুদ্ধবিমানও তাদের অনুসরণ করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status