|
মল্লিকবাড়িতে কাব্য-কবীরের প্রথম ভাইফোঁটা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মল্লিকবাড়িতে কাব্য-কবীরের প্রথম ভাইফোঁটা এই বছরের ভাইফোঁটা ছিল একটু আলাদা। কারণ, কোয়েল মল্লিকের কন্যা কাব্যের জীবনের এটি প্রথম ভাইফোঁটা। সমাজমাধ্যমে সকালেই ছড়িয়ে পড়ে কাব্য ও কবীরের মিষ্টি ছবি। দাদা কবীর যে বোনকে ঘিরে সারাক্ষণ মেতে থাকে, তা আগেই জানিয়েছিলেন কোয়েল। আর বোনের হাত থেকে প্রথম ফোঁটা পেয়ে কবীরের মুখের আনন্দ যেন লুকোনোই যাচ্ছিল না। মল্লিক পরিবারের ভাইফোঁটা অনুষ্ঠান হয়েছিল ধুমধাম করে। তিন প্রজন্ম একত্রিত হয়ে দিনটি উদ্যাপন করেছেন। এক ছবিতে দেখা গেছে, অভিনেতা রঞ্জিত মল্লিক বোনের কাছ থেকে ফোঁটা নিচ্ছেন। অন্য ছবিতে কোয়েল নিজের ভাইদের ফোঁটা দিচ্ছেন স্নেহভরে। তবে দিনটির কেন্দ্রবিন্দু ছিল ছোট্ট কাব্য। গোলাপি লেহেঙ্গায় সাজানো কাব্য আর ভাই কবীরের উজ্জ্বল হলুদ পাঞ্জাবি-দু’জনের হাসিমুখে ফুটে উঠেছিল আনন্দের রং। কোয়েল জানিয়েছেন, একসময় কবীর ভাবত বোনটি যেন তার পুতুল, এখনো তাদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। দুর্গাপূজোর সময় প্রথমবার মেয়ে কাব্যের ছবি প্রকাশ করেছিলেন কোয়েল। অনুরাগীদের ভালোবাসায় ভেসেছিল সেই ছবি। এবার ভাইফোঁটার উজ্জ্বল মুহূর্তও ছড়িয়ে দিল নতুন উচ্ছ্বাস-মল্লিক পরিবারের ছোটদের এই মিষ্টি ছবিগুলো দেখে খুশিতে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
